৭ | লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: মঙ্গল, ০৫/০২/২০১৩ - ৯:১৭অপরাহ্ন)
ঢাকার একটা বড় অংশ মানুষ এখন তার পাশের ফ্ল্যাটে যারা বাস করে তাদের ব্যাপারে মোটামুটি অজ্ঞ থাকে। এজন্য নিয়মিত নানা দুর্ঘটনাও ঘটে। পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস, ঈর্ষা এখন আস্থা, বিশ্বাস, মমতাকে ধ্বংস করে দিয়েছে। প্রথম গল্পটার বাস্তব উদাহরণ আমি ভুরি ভুরি দিতে পারবো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
মন্তব্য
প্রথমটা ভাল্লাগছে।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
****************************************
প্রথমটা পড়ে হি হি করে হাসলাম।
****************************************
ব্রেশ ব্রেশ! প্রথম-টা সেইইরকমের! মনে হচ্ছে আশেপাশেও কিছু নাম জানি এমন! আর তৃতীয়টাও ব্রেশ!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
****************************************
ঢাকার একটা বড় অংশ মানুষ এখন তার পাশের ফ্ল্যাটে যারা বাস করে তাদের ব্যাপারে মোটামুটি অজ্ঞ থাকে। এজন্য নিয়মিত নানা দুর্ঘটনাও ঘটে। পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস, ঈর্ষা এখন আস্থা, বিশ্বাস, মমতাকে ধ্বংস করে দিয়েছে। প্রথম গল্পটার বাস্তব উদাহরণ আমি ভুরি ভুরি দিতে পারবো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পড়ার জন্য
****************************************
প্রত্যেকটিই ভালো লেগেছে
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
****************************************
কবিগুরুর নিজের ঘরের বাইরের ধানশিষের ওপরের শিশিরকণাটি ‘মিস’ করে যাওয়ার কথাটা মনে পড়ে গেল...
নতুন মন্তব্য করুন