৫ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৭/০২/২০১৫ - ৬:১৬অপরাহ্ন)
বাহ্-খুব মজা তো এখানে, এমন দারুণ একটা পোস্ট পড়ে ফেলতে পারছি ল্যাপটপ আর ইন্টারনেট ছাড়াই! অথচ গত পরশু রাতে ছুরিটা গলায় গেড়ে বসবার আগে বোকার মতো ল্যাপটপটা ওদের হাত থেকে বাঁচাবার জন্য কী চেষ্টাই না করেছিলাম!
হা হা হা! পালাবি কোথায়!!!
তোর ল্যাপটপটা শেষমেশ আমাদের কপালেও জুটেনি পুলিশের গুলির কারনে। তোর পিছন পিছন আমরাও চলে এসেছি নেট আর ল্যাপিবিহীণ সচলায়তন পড়ার জগতে। এখন তোকে আমাদের হাত থেকে রক্ষা করবে কে শুনি?? মুহাহাহাহাহাহাহাহাহা!
৭ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৭/০২/২০১৫ - ৮:৩৬অপরাহ্ন)
আপনাদের হাতে কি এখনও সেই ছুরিটা আছে যেটা আমার গলায় বসিয়েছিলেন? থাকলে ফেলে দিন প্লিজ, এই পাড়ায় আমরা সবাই এখন ভাই ভাই, ঝগড়া কাজিয়া নাই .... আগের পোস্টের গল্প আর মন্তব্যগুলো এত চমৎকার, একখানা ট্রাই নিছিলাম আর কী!
২৯ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৮/০২/২০১৫ - ৩:৫৫অপরাহ্ন)
ভুতূড়ে অনুগল্পের অপচেষ্টা:
1) বাব্বাহ, পেছন থেকে কন্সটেবল মতিউর টেনে না ধরলে এএসপি আরিফ সাহেবের আজ পেট্রোল বোমায় অক্কা পেতে হত, থানায় বসে গতবছরের মৃত পুলিশ সদস্যদের ছবির লিস্ট বানানো লাগতনা|
একী, তৃতীয় ছবিটা মতিউরের কেন?!
2) চুয়াল্লিশ বছর আগে বন্ধ হওয়া ফ্যাক্টরি সাইট ভিজিট করতে এসেছি, নতুন ফ্যাক্টরি খুলব এখানে|পার্টনারকে লইট্যা ফিশ বাজারজাত করার প্ল্যান বলতেই হঠাত মনে হল পুরো ফ্যাক্টরি ঘুম থেকে জেগে উঠেছে|
তার হীন টেলিফোন থেকে ওয়াজী একটা কণ্ঠ বলে উঠল:
"মেশিন চলবে"
৩৬ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৮/০২/২০১৫ - ১০:১৩অপরাহ্ন)
শরদিন্দুর একটা গল্পের কিছু অংশ তুলে ধরার লোভ সামলাতে পাচ্ছি না,
বিনোদ আজ দশ বৎসর হইল কলেরায় মরিয়াছে। আমি স্বহস্তে তাহাকে দাহ করিয়াছি। তবে সে এখানে আসিল কি করিয়া! মহাবিস্ময়ে জিজ্ঞেস করিলাম, “বিনোদ, তুমি তো বেঁচে নেই- তুমি তো অনেক দিন মারা গেছ!”
বিনোদ আসিয়া আমার দুই হাত ধরিল। কিছুক্ষণ আমার মুখের দিকে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, “তুমিও আর বেঁচে নেই, বন্ধু!”
৪০ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২০/০২/২০১৫ - ৫:৪৪পূর্বাহ্ন)
খুব কড়া করে এক কাপ কফি বানিয়ে মায়ের লেপের তলে ঢুকেছি। আমার ঠাণ্ডা হাত মায়ের গায়ে রাখতেই মা বলল, "ভাগ তো" আর ঠিক তখনি মনে হল মায়ের সাথে তো অনেকদিন দেখাই নেই। আজ দু বছর তিনি গত হয়েছেন।
৪১ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২৩/০২/২০১৫ - ৮:২৮পূর্বাহ্ন)
ভূতের গল্প বলতে গিয়া কতবার যে দাবড়ানি খাইছি তা মনে হইলেই হাসি পায়।আমার বাপ সবার আগে দাবড়ানি দেয়্
ও বলে ,"ভূত বলতে কিছু আছে নাকি"? আমি কিন্তু ভাই নিজের চোখে দেখছি তাইলে অবিশ্বাস আর করি ক্যামনে?
মন্তব্য
লোকে হুদাই আমারে আইলসা-ফাঁকিবাজ ইত্যাদি কইয়া গাইল দ্যায়, নিষ্ঠুর দুনিয়া
গুরু হইলেন গিয়া আপনে, তয় তালিকায় এই অধমের নামটা দেইখা চাইপা গেলাম
১৪ নাম্বার গল্পটা আজ বড় অপ্রাসঙ্গিক, হায় গোলাম, হায় গোলাম, হায় গোলাম
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
মহামতি বার্ট্রান্ড রাসেল "ইন প্রেইজ অফ আইড্লনেস" নামে একটা বই লিখেছিলেন মনে হয়। আপনার-আমার আসল গুরু তাই রাসেল।
****************************************
এইখানে টিপি দ্যান
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আপনেও তো একই কাম করলেন - উইকিপিডিয়ারে অথোরিটি মানলেন!
****************************************
বাহ্-খুব মজা তো এখানে, এমন দারুণ একটা পোস্ট পড়ে ফেলতে পারছি ল্যাপটপ আর ইন্টারনেট ছাড়াই! অথচ গত পরশু রাতে ছুরিটা গলায় গেড়ে বসবার আগে বোকার মতো ল্যাপটপটা ওদের হাত থেকে বাঁচাবার জন্য কী চেষ্টাই না করেছিলাম!
দেবদ্যুতি
হা হা হা! পালাবি কোথায়!!!
তোর ল্যাপটপটা শেষমেশ আমাদের কপালেও জুটেনি পুলিশের গুলির কারনে। তোর পিছন পিছন আমরাও চলে এসেছি নেট আর ল্যাপিবিহীণ সচলায়তন পড়ার জগতে। এখন তোকে আমাদের হাত থেকে রক্ষা করবে কে শুনি?? মুহাহাহাহাহাহাহাহাহা!
****************************************
আপনাদের হাতে কি এখনও সেই ছুরিটা আছে যেটা আমার গলায় বসিয়েছিলেন? থাকলে ফেলে দিন প্লিজ, এই পাড়ায় আমরা সবাই এখন ভাই ভাই, ঝগড়া কাজিয়া নাই .... আগের পোস্টের গল্প আর মন্তব্যগুলো এত চমৎকার, একখানা ট্রাই নিছিলাম আর কী!
গুলিটা আমিই করেছিলাম, কিন্তু করে লাভ হল কই- পরদিন হরতালে ডিউটি করতে গিয়ে পেট্রোল বোমায় পুড়ে সেই তোদের সাথেই দেখা হল!
এ কী রাজ্য রে, বাবা, যারা আমার গলায় ছুরি বসাল সেদিন, তারাও এখানে; আবার তাদের যেই পুলিশ নাকি গুলি করেছিল, সেও এখানে। যাহ্, মাঝেমাঝে নিজেরই তো ধন্দ লেগে যাচ্ছে-আসলেই মরে গেছি তো নাকি বেঁচে আছি?-কী ভয়াবহ্ এই অনুভূতি রে বাবা, ভয়ে গা ঠাণ্ডা হয়ে যাচ্ছে!
দেবদ্যুতি
এখন কি করি আমি! বকা খাওয়ার পর থেকেই আমার ছায়াটা লম্বা হয়ে আমার পায়ে ওর মাথা ঠেকিয়ে পড়ে আছে!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
আয়না থেকে কি লাভ হল! আমার প্রতিফলনটা কখনো আমার মুখোমুখি হয় না! পিছন ফিরিয়ে থাকে!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
ছায়াটা দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। নমিতা বাড়ি এলেই, সে যতদূরেই থাক, যে ঘরেই থাক, ওর ছায়ার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে থাকে।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
ও কে নিয়ে খিলছি বলে ছায়াটা মসানে কী ডোর্ব উল্টে পাটলে দিচ্ছে! ঠিকাছে, ছিকাঠে আর লিখছিনা, হয়েছে?
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
দারুন!
****************************************
ছায়াবাজী পছন্দ হওয়ায় লন।
মাঝিদাদা, আপনার এই ভূতাণু গল্পের ছবিটার কপিরাইট কি আপনার নিজের? সেইটা হইলে আপনার অনুমতি থাকলে ছবিটা নিয়া একটু কাজ করতাম।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বিছটা রআমা না, দালহমা। লমূ রলেখা চেনী রছবি ত্রসূ য়েদি ছিদিয়ে নএখ। য়াছাজীবা রআ বোর্ডকী তেরভূ ন্যজ নাকেওআপ খ্যঅসং
****************************************
ভূতানু গল্প লিখতে চাইলাম। কিন্তু লিখতে গিয়েই মনে পড়লো, আমি মরে গেছি ঠিক এক বছর আগে...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লিখে ফেলুন!!! মরার পরেই তো ভূতের গল্প লেখার সেরা সময়!
****************************************
আইডিয়াটা দারুণ। আমিও একটা চেষ্টা নিবোনে। হুম, ভেবে নেই আগে।
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
****************************************
****************************************
লিস্টে নাম আসায় বেজায় খুশি লাগলো।
১৬ নম্বরটা পড়ে অনেক হাসলাম।
****************************************
জবর সংকলন। কয়েকটা পড়ে একেবারে আঁতকে উঠেছি।
১৬ নম্বরটা একেবারে অন্য গ্রহের।
****************************************
"প্রতিবার খেতে বসে রান্না করা মুরগির একটা রান কম পান রাহেলা, যদিও বিধবা মানুষ- একাই থাকেন তিনি। স্বামী মোশারররফ মুরগির রান খেতে খুব ভালোবাসতেন।"
পুরো একপ্লেট গরম গরম কাবাব খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন নেত্রী। বাবুর্চিকে ডেকে আনেন।
"কিসের মাংস, খাসী না গরু?"
"মনিরের।"
"মশলাটা?"
"গণতন্ত্র।"
"ঠিক আছে, পরেরবার একটু ক্ষমতা মিশিয়ে দিস। জমবে।"
-সো।
কি ভৌতিক!
****************************************
ভুতূড়ে অনুগল্পের অপচেষ্টা:
1) বাব্বাহ, পেছন থেকে কন্সটেবল মতিউর টেনে না ধরলে এএসপি আরিফ সাহেবের আজ পেট্রোল বোমায় অক্কা পেতে হত, থানায় বসে গতবছরের মৃত পুলিশ সদস্যদের ছবির লিস্ট বানানো লাগতনা|
একী, তৃতীয় ছবিটা মতিউরের কেন?!
2) চুয়াল্লিশ বছর আগে বন্ধ হওয়া ফ্যাক্টরি সাইট ভিজিট করতে এসেছি, নতুন ফ্যাক্টরি খুলব এখানে|পার্টনারকে লইট্যা ফিশ বাজারজাত করার প্ল্যান বলতেই হঠাত মনে হল পুরো ফ্যাক্টরি ঘুম থেকে জেগে উঠেছে|
তার হীন টেলিফোন থেকে ওয়াজী একটা কণ্ঠ বলে উঠল:
"মেশিন চলবে"
-মাসরুফ হোসেন
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
একশোতে একশো।
..................................................................
#Banshibir.
ধন্য হয়ে গেলুম পীরবাবা, এই মুরিদকে ভুলবেন না কিন্তু!
উরেব্বাবা, আমি এখানে নাইরে...
****************************************
সিরাম---
স্বয়ম
বহুদিন পর। আগের ভূতানুগুলোর সাথে এগুলোও অসাধারণ। আগেরবারের মতো এবারও চেষ্টা করলাম। অপচেষ্টা আর কি।
১। মলয়ের শ্বাসকষ্ট হলেই লাইনে দাঁড়িয়ে পড়ে। রাতের ট্রেনটা পাঁজরে বাতাস দিয়ে গেলে তবে একটু শান্তি লাগে।
২। মাথার ব্যামোই হলো কিনা কে জানে। নিদেনপক্ষে মতিভ্রমতো নিশ্চয়। না হলে যারেই মারছি সেই কেন শফি হয়? রোজ রোজ এক নাদান ভালো লাগে?
৩। ইদানিং মর্গের বদলে বার্ন ইউনিটে থাকি। আলাদাভাবে পোড়ানোর দরকার হয় না।
৪। বলি এক্সিডেন্টের ওখানে যাইতে হবে কেন? থেতলে গেলে কী খেতে ভালো লাগে?
স্বয়ম
শরদিন্দুর একটা গল্পের কিছু অংশ তুলে ধরার লোভ সামলাতে পাচ্ছি না,
রাসিক রেজা নাহিয়েন
****************************************
সোজা সাপ্টা একলাইনই লিখতে পারিনা ঠিকমত।
তার আবার রহস্য, ভূতাণুভূতি! তবে মজা পেলেম ১৬ আনাই।
২৫ আনা দিলাম, ১৬ আনা পেলেন কেন? বাকি ৯ আনা কই গেল?
****************************************
খুব কড়া করে এক কাপ কফি বানিয়ে মায়ের লেপের তলে ঢুকেছি। আমার ঠাণ্ডা হাত মায়ের গায়ে রাখতেই মা বলল, "ভাগ তো" আর ঠিক তখনি মনে হল মায়ের সাথে তো অনেকদিন দেখাই নেই। আজ দু বছর তিনি গত হয়েছেন।
মহান অতন্দ্র ।
ভূতের গল্প বলতে গিয়া কতবার যে দাবড়ানি খাইছি তা মনে হইলেই হাসি পায়।আমার বাপ সবার আগে দাবড়ানি দেয়্
ও বলে ,"ভূত বলতে কিছু আছে নাকি"? আমি কিন্তু ভাই নিজের চোখে দেখছি তাইলে অবিশ্বাস আর করি ক্যামনে?
------------
রাধাকান্ত
নতুন মন্তব্য করুন