[পূর্বলেখঃ
কবিতা বুঝিনা। তাই পড়িনা, লেখার তো প্রশ্নই আসেনা। তবে পদ্য লেখা অতি পছন্দের কাজ, সেগুলো মুঠোফোনের বার্তা হিসাবে পাঠানোর কাজটা আরো পছন্দের।
হঠাত্ কী হলো, একদিন দেখি পাশা উল্টে গেছে! আমাকেই একজন বার্তা পাঠিয়েছে, আধুনিক কবিতা!
উত্তর না দেয়ার অভদ্রতা করার তো প্রশ্নই আসেনা। সাহস করে লিখে ফেললাম ক'লাইন, পাঠিয়েও দিলাম। চললো কদিন এভাবে। নিজের সাফল্যে নিজেই চমত্কৃত।
ক'দিন পর দেখা হতে যা শুনলাম তাতে অবাক না হয়ে গতি ছিলোনা- ও নাকি আর্টসেলের গানের কথা লিখে পাঠিয়েছিলো! 'বিশেষজ্ঞ' হওয়ায় আমি আবার ব্যাপারটা আঁচই করতে পারিনি।
তবু খুশীই ছিলাম, কবিতা নামের ক'টি অ-কবিতা তো অন্ততঃ লেখা হলো!
তারই দুটো আজ এখানে দিলাম।]
১.
অব্যক্ত কথাগুলো
কোন এক অস্ফূট মনের
বীনা হয়ে বাজে;
কবিতায়।
ছাড়া ছাড়া শব্দ
একি ছন্দে কাঁপে;
আসে সুর।
না বলা কথা ভাসে
একান থেকে ওকানে;
গানে গানে।
(০৮/০৮/০৭)
২.
কথার তরনী ভাসে বহুদূর,
সময়ে পৌঁছে গন্তব্যে,
মনের বার্তা বাজে প্রাণে;
মন সুখে ভাসে,
অনাবিল হাসে,
ভোলেনা কখনো-
কোথাও কেউ
রেখেছে তারে মনে।
(১১/০৮/০৭)
মন্তব্য
উত্তর দিয়ে যে কবিতা লেখা হয়, সেইটারে কি উত্তরাধুনিক কবিতা বলা যায়?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হুমম, বললে দোষ তো নাই কোন!
নাকি 'আধুনিতোত্তর' বলবো!?
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
ভাল্লাগ্লো...
আচ্ছা, কবিতা আর পদ্যের মধ্যে পার্থক্য কী ?
ধনেপাতা
আমার মতো করে বলি, কেমন?
নাক টানার মতো করে ছড়াও টেনে নিয়ে আসছি এখানে।
তাল-লয়-ছন্দ যখন সবকিছু খাপেখাপ থাকে, বিষয়ে থাকে মজা-ফ্যান্টাসি-শ্লেষ-বিদ্রুপ-রম্য ওটাকে আমি বলি ছড়া।
তাল আর ছন্দমিল আছে কিন্তু বিষয় যখন এরচে 'ভারী' ওটাকে বলি পদ্য।
বাদবাকিসব আমার কাছে কবিতা।
ভুল থাকলে শুধরে দেবার অনুরোধ রইলো।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
সুন্দর।
ভাল লাগল অনাড়ম্বর ভাবের প্রকাশ।
এগিয়ে যান।
আমরা আছি আপনার পথ চলায়..
বীনা >বীণা, একান> এ কান , ওকানে> ও কানে
তরনী> তরণী
জ.ই.ন.
শব্দশুদ্ধির জন্য ধন্যবাদ। চোখে পড়েছিলো, কিন্তু ততক্ষণে শুধরে নেয়ার সুযোগ হারিয়েছি।
ভালো লাগাটা জানানোর জন্য আরো একটা বোনাস ধন্যবাদ।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
একাধিক ধন্যবাদ (ধন্যযোগ?) পাওয়ার পর আরেকবার thanks বলা বোধয় বিধেয়।
আর বিষয় নিয়ে একটু মন্তব্য করতে ইচ্ছে করছে....
'নাক টানার মতো করে..' চমত্কার উপমা....দারুণ!
ছন্দমিল ব্যাপারটা ঠিক বুঝলাম না
আপনি কি অন্ত্যমিল বোঝাতে চেয়েছেন?
যদিও যারা ছন্দবিদ তারাই ভাল বলতে পারবেন..তবু..যেটুকু বুঝি ছন্দ আর অনুপ্রাস দু'টো আলাদা বিষয়। কবিতা অন্ত্যমিল যুক্ত হতে পারে বা পারে মিল ছাড়া হতে। তবে সেটাতে তার ছন্দ প্রভাবিত হয় না।
কবিতা যেমন অন্ত্যমিল দিয়ে লিখলে চমত্কার হতে পারে, হতে পারে তা ছাড়াও। বলা হয় অন্ত্যমিল কবির হাতে হাতকড়া পরানোর মত! একটি শব্দ ব্যবহার হয়তো অসঙ্গত তবু তা দিতে হয় মিল বজায় রাখার জন্য।
ছড়া সাধারণত স্বরবৃত্ত ছন্দে লেখা হয়। কবিতা ভাল শোনায় মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এবং অবশ্যই গদ্য মৃক্ত ছন্দে!!
কঠিন কঠিন কথা বলে ফেললাম...sorry..
জ.ই.ন.
বাব্বাহ! মনে হচ্ছিলো ব্যাকরণ বই পড়ছি।:-D
আপিসে বসে সচলাভিযান চালানোর ঝামেলা বহু, তার একটা এরকম অন্তমিলের ছন্দমিল হয়ে যাওয়া।
ছড়া-কবিতা-পদ্যে আমার দৌড় একান্তই সীমিত। সুকুমার, রবি ঠাকুর, নজরুল, শামসুর রাহমান, লুত্ফর রহমান রিটন- এঁদের লেখা পড়ে যা একটু শেখা। কঠিন কঠিন সব বইয়ের বিদ্যা আমার নাই, তাই এ ব্যাপারে আমার মতামতও ভালো লেগেছে লাগে নাইতেই সীমাবদ্ধ।
তবে মাঝে মাঝে পড়লে পরে 'কি জানি নাই' ব্যাপারটা মাথায় আসে, শুধরে নেয়ার চেষ্টা করি।
ব্যাস, এই তো...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
নতুন মন্তব্য করুন