এমনি আগে কোনায় চেপেও
হয়নি জেতা নাক-ঊঁচুদের সাথে,
ভাগ্য সহায়; এইবারে তায়
জয় এসেছে হাতে।
পরের ম্যাচেই হয়ত বাঘের
শিকার হবে শেষ-
যতই হারি ঠিক চ্যাঁচাবো,
"সাবাস বাংলাদেশ!!"
হয়ত আজো নিয়ম করে
হয়নি জেতা শেখা,
খুব দেরি নেই; ঠিক পেরুবো
সেই সে বিভেদ রেখা।
হয়ত তখন বাঘের ভয়ে
সিংহ কাঁটা হবে,
আসবে জানি, ঠিক জানিনা
আসবে সেদিন কবে?!
[**মাত্র ক'দিন আগেই বিশ্বচ্যাম্পিয়নদের কাত করা এই ইংরেজদের ওদের দেশে হারানোর কৃতিত্বটা নেহায়েত কম না বোধ হয়। আমাদের এই দলটা নিজেদের দিনে ঠিকই সব করে দেখায়, কেবল কবে যে আরেকটু ধারাবাহিক হবে?!
অশেষ শুভকামনা ওদের জন্য...!!]
মন্তব্য
হ্যাঁ। সত্যি তাই এই জয় খুব আনন্দের এবং এই নিয়ে ছড়া লেখাও চলে।
সব ঠিক আছে। কেবল প্রথম স্তবক একটু অন্যদিকে হেলে গেছে। যদি এভাবে লেখেন তাহলে কেমন হয়?
[এমনি আগে কোনায় চেপেও
হয়নি জেতা নাক-ঊঁচুদের সাথে,
ভাগ্য সহায়; এইবারে তায়
জয় এসেছে হাতে।]>>>>
বাগে পেয়েও আগে জেতা
হয়নি তাদের সাথে
ভাগ্য সহায় এইবার ঠিক
জয় এসেছে হাতে!
জহিরুল ইসলাম নাদিম
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
দূর দূর... কতগুলো ভাড়াটে পুমা আর লেপার্ড নিয়ে সিংহ ব্যাটারা দাপাদাপি করছে... নাহলে বাংলাদেশের সঙ্গে সিরিজও হারত... অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজের আগে সৌরভ গাঙ্গুলির কথা ছিল, এবারে আসল লোক হবে ইওন মর্গ্যান, সে তো ম্যান অফ দা সিরিজ হয়ে গেল।
চমৎকার!!!
------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.
------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.
নতুন মন্তব্য করুন