[মাঝে মাঝে কি হয় বলা মুশকিল, পুরানো খাতাপত্র নিয়ে বসি। ইচ্ছে হলে পুরানো ডায়েরীর কল্যানে খানিক নস্টালজিক হয়ে ফেলে আসা দিনে উঁকি দিয়ে আসি। কখনো সমস্ত দিন তার রেশ নিয়ে কাটে, কখনো সমস্ত দিনের রেশ কেটে যায় ওদের নিয়ে বসে। আপাতঃ মূল্যহীন, টেবিলে ধুলো জমানো জঞ্জাল হঠাৎ করেই মূল্যবান হয়ে ওঠে- বইয়ের আড়ালে পড়ে থাকা খেলনার টুকরো হয়ে ওঠে আলাদীনের চেরাগ। চোখে আশ্চর্য মমতা ভর করে- ছোট ছোট এলোমেলো জিনিসগুলো অমূল্য সম্পদে বদলে যায়। আসুক না 'কাগজ কাগজ' করে গলা ফাটিয়ে যাওয়া লোকটা, আসুক না 'আছে পুরান ভাঙ্গা বোতল, লুহা, কৌটা' স্লোগান তোলা মানুষটা- ওদের সাধ্য কী আমার জঞ্জাল এতটুকু কমায়!
আজকের লেখাটা সেই জঞ্জাল থেকে পাওয়া, আর সেজন্যই হয়তো পোস্ট করার লোভ ঠেকিয়ে রাখতে পারলাম না। কেন, কী মনে করে লেখা তা-ও মনে করতে পারলাম না।]
ধন্যি জীবন, মানুষ হয়ে, জীবসেরা- একমাত্র;
চলছে ভোগে মানবজীবন, কত্ত গুণের পাত্র।
আনন্দ কই? আনন্দ চাই। জগত জুড়ে ছুটছি-
সাধ্য দেখে থমকে গিয়ে নিজেই কেঁপে উঠছি!
'সভ্য' হয়ে সভ্যতাকে আঁকশি দিয়ে আঁকড়ে,
নিচ্ছি টেনে ভবিষ্যতে, যুগের রশি পাকড়ে!
শিক্ষা শেষে শিক্ষিতজন নিজের জীবন গড়ছি-
সুখের প্রহর অর্থে কিনে স্মৃতি'র 'ট্যাঁক'-এ ভরছি!
ভ্রমন শেষে ফিরছি ঘরে উদাস করে মনটা-
বিলাসবশে ভাবছি কবে বাজবে বিদায়ঘন্টা?!
১৬/১০/২০০৯
মন্তব্য
মন খারাপ হইয়া গেল লেখাটা পইড়া।
'মিঁয়াও' চাই।।
সবই নিয়তি!
আমিও মিঁয়াও চাই!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
ধন্যবাদ।
অটঃ আপনার কবিতার সাথে নাম প্রায় মিলেই গেছে এ লেখার, ব্যাপারটা টের পেলাম পোস্ট করার পর! আশা করি, কপিরাইট জটে পড়বোনা!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
:-|
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
এই চরণটি ভাবালো খুব, সেইসাথে প্রশ্নবোধক ও আশ্চর্যসূচক চিহ্নটিও ছিন্নমনে চিহ্ন রেখে গেল। বিলাসব্যসনেও নিরন্তর বাজে যে সেই অমোঘ ঘন্টাধ্বনি।
রোমেল চৌধুরী
রোমেল ভাই,
আপনার জন্য।
অটঃ সচলত্ব নিয়ে আপনার লেখাটা সেরকম হয়েছিল কিন্তু, চালিয়ে যান!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
মিইঁইয়াও?
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ম্যাএএএএও! ;->
মিঁয়াও এর মেজাজ ইদানীং টং হয়ে আছে, জানেন নিশ্চয়ই!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
পুরোটাই ভাল লাগল, কোনটা তাই আলাদা করে কোট করলাম না।
এই নিন
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
মর্ম
মূল লেখার চেয়ে মুখবন্ধটাই বেশি ভালো হয়েছে এটা জানিয়ে গেলাম!
"ধন্যি জীবন, মানুষ হয়ে, জীবসেরা- একমাত্র;
চলছে ভোগে মানবজীবন, কত্ত গুণের পাত্র।"
এই দু লাইন নতুন করে লিখলে বাকি অংশের সাথে খাপ খাবে। আশা করি ভেবে দেখবেন।
জহিরুল ইসলাম নাদিম
আমিও আপনার সাথে একমত, আমারও তাই মনে হয়েছিল
পুরনো লেখা যখন পোস্ট করি তখন ইচ্ছে করেই কাটা ছেঁড়া করিনা, কেন জানি অবিকৃত লেখাটাই দেখতে ইচ্ছা করে!
তবে প্রথম প্যারাটা আরো ভাল হতে পারত সে কথা মানছি। পরামর্শের জন্য
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
নতুন মন্তব্য করুন