নরসুন্দর সকাশে আসি
প্রস্তরবত্ বসি,
দেখিয়াছি মম কুন্তলরাজি
কেমনে পড়িছে খসি!
মস্তক মোর অবনত করি
স্বেচ্ছা সমর্পিয়া,
দেখিয়াছি কোন টর্নেডো চলে
তাহার উপর দিয়া!
নরসুন্দর ওষ্ঠাধরে
স্মিতহাস্যের রেখা
কাঁচির আঘাতে ঘায়েল করিবে,
কুন্তলভালে লেখা!
সম্মুখে কিছু, পশ্চাতে কিছু,
পার্শ্বে আঘাত হানি-
শাখামৃগটিরে মানুষ করিবে,
লহিছে শপথ বাণী!
অসহায় শত কুন্তলপ্রাণ,
তাহারি করুণা যাচি,
কত না কাঁদিল, মিনতি করিল,
থাকিতে চাহিল বাঁচি!
উহাদের যত শৌর্য বীর্য
ক্রোধ হাহাকার ধ্বণি
শুনিয়াছে কেহ? কাঁচির আঘাতে
নামিয়াছে বুঝি শনি!
মারিয়া ধরিয়া আহত করিয়া
থামিয়াছে ঐ হস্ত,
কিছু কুন্তল রহিছে বাঁচিয়া
ঝঞ্জা গিয়াছে মস্ত!
শিশু কুন্তল বাড়িবে আবার
সমীরণে শির নাড়িবে,
মস্তক যার তখনি তাহার
শ্যেন দৃষ্টিও কাড়িবে!
জানিবে না আহা, শাখামৃগটিরে
বকিবে না কিছু কেহ-
ওহে ভগবান, ওহারে খানিক
সুমতি করুণা দেহ!
মন্তব্য
মারিয়া ধরিয়া আহত করিয়া
থামিয়াছে ঐ হস্ত,
কিছু কুন্তল রহিছে বাঁচিয়া
ঝঞ্জা গিয়াছে মস্ত!
#অনেক সুন্দর লিখেছেন, বর্ণনার প্রকাশ দারুন, অভিনন্দন আপনাকে।
#আলেকজান্ডার পোপ এর The Rape of the Lock এর কথা স্মরন হলো।
#ভাল থাকুন।
আপনার জন্য
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
আমার কুন্তলরাজির এই ভয় নাইক্ক্যা- সুখে-শান্তিতেই আছে ।
কড়িকাঠুরে
বাছারা দীর্ঘজীবী হোক
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
মর্ম ভাই
অনেক আপনার দেখা নাই!!
ছড়া ভালৈসে---
অনেকদিন পরে লিখলাম এখানে হিসেব করলে দেখাচ্ছে ঠিক দুই মাস
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
দারুন। ভাষাটা বড্ড খাঁটি। অনেকদিন পর এমন ভাষায় লেখা কোন কবিতা পড়লাম।
ডাকঘর | ছবিঘর
কোন কালে এই ভাষায় লিখিয়াছি বলিয়া স্মরণ করিতে পারিলাম না
তবে লিখিতে পারিয়া উদ্বেলিত হইয়াছি
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
ভালো লাগলো।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
ছন্দবদ্ধ কবিতা এখন কমই দেখা যায়। অনেক ভালো লাগলো।
আমি বোধ হয় আগেকার যুগের মানুষ, লিখলে ছন্দে থাকার চেষ্টা করি। ভাল লাগাটা জানানোর জন্য অনেক ধন্যবাদ
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
প্রথমে বুঝিনাই, কবিতার পোস্টে আমি ঢুকি অল্পই। কিন্তু হঠাত ব্যাপারটা ধরে ফেলায় পরে পড়তে ফাটাফাটি লাগলো। একবারে পাঁচতারা কবিতা।
..................................................................
#Banshibir.
কী বলব ভাই সত্যপীর, আমি নিজেও পারতপক্ষে কবিতার পোস্টে ঢুকি না
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
খুব সনাতন একটা ভাব; সব ভাললাগা ঠিকভাবে প্রকাশ করতে পারিনা আসলে। আপনি ভাল থাকবেন।
সনাতন মানুষের সনাতন ভাব। কবিদের সন্তুষ্ট করা খুব কঠিন কাজ। আপনার যনি ভাল লেগে থাকে তাতেই তুষ্ট আমি
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
হাহাহাহা
জটিল ছড়া, মর্ম!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আপনার কোন ছাত্রকে যখন 'কুন্তল'-কারণে 'ঝারি' দেবেন তখন 'কুন্তল' বেচারিদের মনোকষ্টটুকুও উপলব্ধি করলেই হল
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
হায় কুন্তলরাশি! রাগ করে চুল কাইট্যালাইসি...
ছড়া জট্টিল হইয়াছে!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
কবিতাখোরের আমোদিত মন্তব্যে আহ্লাদিত হলেম!
কার 'কুন্তল' হে!? নিজের না অন্য কারো?!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
বেশ মজাদার!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
আপনার মন্তব্যের জন্যে অপেক্ষা ছিল, অনেক ধন্যবাদ
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, অনেকদিন পরে এই শব্দমালায় গাঁথা কবিতা পড়লাম। খুবই ভালো লেগেছে।
ভালো লাগার মাত্রাটা নেহায়েত কম নয় বলেই মনে হচ্ছে- যে লিখছে তার জন্য এর চাইতে বড় আনন্দ আসলে হয় নয়া। আপনাকে মিষ্টিমুখ না করালে অন্যায় হবে- এই নিন, আপনার জন্য (গুড়)
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
কী ভাষায় কী ভাব !!
এককথায় অসাধারন ।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
একেবারে রাজসিক ভাষা আর ছন্দ! আপনার বহুমুখী প্রতিভায় মুগ্ধ হচ্ছি!
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
নিজের শাখামৃগ-সম কুন্তল রাশির কথা মনে পড়ে গেল
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
মনে করাতে পারায় কৃতার্থ বোধ করছি
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
নতুন মন্তব্য করুন