[এই লেখাটি পিনাকী ভট্টাচার্যের http://www.somewhereinblog.net/blog/pinaki007/29863349 লেখাটির পরিপ্রেক্ষিতে লেখা। পিনাকী ভট্টাচার্য তার লেখাতে যে গ্রাফ গুলো দেখিয়েছেন সেগুলো আর নীচের লেখাতে ব্যাবহারকৃৎ গ্রাফ গুলো একই উৎস থেকে নেওয়াঃ http://www.indexmundi.com/g/g.aspx?v=29&c=bg&l=en। এই লেখার মূল উদ্দেশ্য গ্রাফের সত্যতা যাচাই নয়, মূল উদ্দেশ্য হল এটা বুঝানো যে একই উৎসে থাকা বিভিন্ন গ্রাফের মধ্যে থেকে নিজের হাইপোথিসিসের সাথে মিলে এমন তত্থ্য বেছে বেছে উপস্থাপন করেছেন পিনাকী ভট্টাচার্য তা ধরিয়ে দেওয়া.... Statistics এ এরকম নিজের সুবিধা মত বেছে বেছে উপাত্ত উপস্থাপন একটি Known Fallacy, যার পোশাকী নাম Confirmation Bias আর যাকে সহজ ভাষায় বলা হয় Cherry Picking]
আজকে সকালে উঠেই এক বড় ভাইয়ের শেয়ার করা একটি লিঙ্কের সূত্র ধরে পিনাকী ভট্টাচার্যের একটি ব্লগ পোস্ট পড়লাম যার হেডলাইন "বিলবোর্ড কাহিনী: শাসক দল হিসাবে আওয়ামীলীগের সাফল্য কোথায়?" বেশ কনভিন্সিং লেখা...অনেক ভারী ভারী শব্দ আছে, পুজিবাদী সমাজে সরকারের কোন টিকে সাফল্য হিসাবে দাবী করা উচিত আর কোনটিকে উচিত না ইত্যাদি নানা কথা। ব্লগ পোস্টটি এমন ভাবে লেখা যে এটি পড়লে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের দাবীর ব্যাপারে প্রশ্ন উঠা খুবই স্বাভাবিক। আমার মনেও প্রশ্ন জাগল। তাইতো !! পিনাকী ভদ্রলোক যেই সেক্টর টিকে সার্ভিস সেক্টর বলছেন সেই সেক্টরে আওয়ামীলীগ যেগুলোকে সাফল্য বলে দাবী করছে তা কি আসলেই শুভঙ্করের ফাঁকি? এই সার্ভিস সেক্টার মডেলের বর্ননা পিনাকী সাহেব দিয়েছেন এইভাবে "এই সার্ভিস ডেলিভারি মডেলগুলো আসলে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির একটি ধারাবাহিক সাফল্য, সরকারের নয়। রাষ্ট্রের সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির যদি কোন পরিবর্তন না ঘটে তবে সেই ধারাবাহিকতা নষ্ট হয়না।" এরপর পিনাকী সাহেবের দুটি গ্রাফের মাধ্যমে (এই লেখার শেষে সংযোজিত) দেখিয়েছেন যে "ইনফ্যান্ট মর্টালিটি" আর "পপুলেশান বিলো প্রোভার্টি লেভেল" নিয়ে আওয়ামীলীগ যে সাফল্যের দাবী করছে সেটি অযৌক্তিক কারণ এই দুই ক্ষেত্রে আওয়ামীলীগ সরকার শুধুমাত্র তার পূর্ববর্তী বিএনপি সরকার ও দুই বছরের কেয়ারটেকার/মিলিটারী ব্যাকড সরকারের রেখে যাওয়া ট্রেন্ডটি ধরে রেখেছে মাত্র ... আর কিছু না (যদিও আমার মতে ট্রেন্ড ধরে রাখা টিও একটি সাফল্য, তবে আমি সেই বিতর্কে যাব না)/ পিনাকী সাহেবের কথার সূত্র ধরেই শুধু তিনটি প্রশ্ন রাখতে চাইঃ ১/ যে যে ক্ষেত্রে আওয়ামীলীগ সরকার তার পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ট্রেন্ড গুলোকে পুরোপুরি উলটো দিকে টেনে নিয়ে গেছে সেগুলো কে সরকারের সাফল্য বলা যাবে কিনা? ২/ যে যে ক্ষেত্রে বিএনপি সরকার তার পূর্ববর্তী আওয়ামীলীগ সরকারের (২০০১-২০০৬) ট্রেন্ড ধরে রাখতে পারে নাই সেগুলোকে বিএনপি সরকারের ব্যার্থতা বলা যাবে কিনা? ৩/ গ্রাফের স্লোপ উন্নত হলে তাকে সাফল্য বলা যাবে কিনা?
আসুন নিচের গ্রাফ গুলো একটু পর্যবেক্ষন করি (এই গ্রাফ গুলো সেই একই ওয়েব সাইট থেকে নেয়া যেখান থেকে পিনাকী ভট্টাচার্য তার লেখার গ্রাফ গুলো নিয়েছেন):
উপরের গ্রাফ দুটিতে দেখা যায় যে পূর্ববর্তী বিএনপি সরকারের আমলে জনসংখ্যা বৃদ্ধির হার ও শিশু জন্ম হার এ্যলার্মিং হারে বেড়ে গিয়েছিল। বোঝাই যাচ্ছে যে এসময়ে সরকারের জন্মনিয়ন্ত্রন কর্মসূচীর ইফেক্টিভনেস প্রায় ছিলইনা। কেন? এক্ষেত্রে কি বিএনপি সরকার এই খাতে টাকা ও জনবল বরাদ্দ দেয় নাই? নাকি এ সময় শফি হুজুরদের কথা মত জন্ম নিয়ন্ত্রন কর্মসূচী বন্ধ ছিল? জনসংখ্যা বৃদ্ধি শিশু জন্ম হার কমিয়ে আনাতে আওয়ামীলীগ সরকার তাদের কোন ভুমিকা আছে বলে দাবী করতে পারে কি?
উপরের গ্রাফটিতে বছর হিসাবে মৃত্যুর হার দেখানো হয়েছে। মৃত্যু হার কমিয়ে এত সাফল্য জনক হার কমিয়ে আনা কি ডাক্তার ও মেডিক্যাল ফ্যাসিলিটিস বৃদ্ধি, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ইত্যাদি কে রিপ্রেজেন্ট করে না? আর এগুলোর জন্যে কি সরকারের পলিসি ও এর ইমপ্লিমেন্টেশানের প্রয়োজন নেই?
উপরের গ্রাফে দেখা যাচ্ছে এই সরকারের আমলে বাংলাদেশে মানুষের এক্সপেক্টেড গড় আয়ু (জন্ম থেকে) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গড় আয়ু বৃদ্ধি অনেক কিছুই রিপ্রেজেন্ট করে যার মধ্যে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা থেকে শুরু করে জীবনের মানোন্নয়ন ও খাদ্য নিরাপত্তা অনেক কিছুই সম্পৃক্ত। আগের হারে চলতে থাকলে ২০১২ তে লাইফ এক্সপেক্টেন্সি হত ৬৫ বছর কিন্তু প্রকৃত পক্ষে লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে হয়েছে ৬৯/ এই এক্সট্রা বৃদ্ধির পেছনে কি আওয়ামীলীগ সরকারের নেয়া জনমূখী বিভিন্ন কর্মসূচী বাড়তি সহায়ক হিসাবে কাজ করে নি?
এখন আসা যাক একটি অতি গুরুত্ব পূর্ন প্যারামিটার..."ফার্টিলিটি রেট" এর বিষয়ে উপরের গ্রাফ টি ব্যাপারে। জন্মনিয়ন্ত্রন কর্মসূচীর সফল ইমপ্লিমেন্টেশান তো আছেই, কিন্তু তাছাড়াও এই প্যারামিটারটি অন্যান্য অনেক সামাজিক অগ্রসরতার তথ্য বহন করে; যেমনঃ নগরায়ন, নারী শিক্ষার প্রসার, মহিলাদের কর্মসংস্থান, বাল্য বিবাহ রোধ ইত্যাদি সহ সামগ্রিক ভাবে ধর্মান্ধতা, কুসংস্কার ও কুপমন্ডুকতাকে সরিয়ে সমাজিক অগ্রসরতার মাপকাঠি হিসাবে পরিগনিত হয় প্যারামিটারটি। উপরের গ্রাফটি তাই খুব উল্লেখযোগ্য একটি বার্তা বহন করছে এই বর্তমান আওয়ামীলীগ সরকারের গ্রাসরুট উন্নয়ন কর্মসূচীর ব্যাপারে। এই গ্রাফ টি আমাকে একটি অতি গুরুত্বপূর্ন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে...আসলেই কি জামাতের সাথে জোট বদ্ধ বিএনপি সরকার সামাজিক ভাবে বাংলাদেশকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল ২০০১ থেকে ২০০৬ এ?
এত কিছু বাদ দিয়ে কেন পিনাকী সাহেব মাত্র ওই দুটি গ্রাফ নিয়ে (নীচে সনযোজিত) এত কথা লিখে ফেললেন যেখানেও কিনা আওয়ামীলীগ সফল ভাবে অগ্রযাত্রা ধরে রেখেছিল, তা আমার বোধগম্য হচ্ছে না। তবে এক দিয়ে ভালই করেছেন তিনি। তার ব্লগ পোস্ট টি থেকে মনে প্রশ্ন না জাগলে এই সরকারের সামাজিক উন্নয়নের এত সব চিত্র আমার অজানাই থেকে যেত। ধন্যবাদ তাই পিনাকী ভট্টাচার্য কে।
পিনাকী ভট্টাচার্যের লেখায় উল্লেখিত দুটি গ্রাফঃ
মন্তব্য
পিনাকি হলো বঙ্গবাজার থেকে বাঘের ছাল কিনে সেটা গায়ে দিয়ে ঘোরা ছাগু। ইস্যু ক্লোজড।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ইসু কোলোজ করিলেই কি আর কোলোজ হয়? আম্লীগ কি তাতে পার পাইবে? আর বঙ্গবন্দুর বাজার থিক্যা ব্যাঘ্রের ছাল কিন্যা পিন্দিলেই কি হাছিব একটা উন্নতমানের আউয়ামী ছাগুতে পরিণত হইতে পারিবে?
পিনাকি ছাগু কি ছাগু না সেইটার সাথে আম্লিকের পার পাওয়া বা না পাওয়ার সম্পক্ক কী?
নীড়পাতা.কম ব্লগকুঠি
ঠাকুর গৃহে কেরে? মাদার আমি কলাপান করি না....
আমি তো কেবল আপনারে আর আউয়ামী ছাগুপনা নিয়া টকিঙ দিলাম..এর নগে পিনাকী ভট্টাচার্যের সম্পোক্ক কুথায়?
শোনেন, নিজের চাইতে প্রগতিশীল কাউরে যখন ছাগু ট্যাগিঙ মারেন, তখন সেটা আপনার গায়ে না লাগলেও আমাদের লাগে। আমরা পিনাকী ভট্টাচার্যকে চিনি। যেমন আপনাকেও। ফলে এইসব আওয়ামীগিরি কইরা পার পাওয়া যাবে না। এইসব কর্তৃপক্ষগিরি ছাইড়া ধূলিতে নামিয়া আসেন, আমরা এইখানেই অফেক্কমাণ
পুনশ্চ: আম্লীগের উন্নয়নের (ক্ষ)তিয়ান নিয়া এট্টু টান দিলেই এত ফুসকা চটপটি পইড়া গেলে তো চলবে না।
ঠাকুর ঘরের মেঝেতে আগেই কে যেন আম্লীক আম্লীক লিখে রাখছে। এইজন্যই।
তয় আমি ভাবতেছি আপনার কাছ থিকা আপনার ছাগু মিটারখানি ধার লইবো।
পিনাকিও আপনার চোখে ছাগু না, বাকি আপনার চোখে সেরা পোগতিশীল। মিটারখানা সেইরকম হবার কথা।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আস্তে কন..ঘুড়ায় হাসপে
বাইদ্যওয়ে, জাহিদ সাহেবও কি প্রগতিশীল? আপনার প্রগতিস্কেল কী বলে?
নীড়পাতা.কম ব্লগকুঠি
যদি ভুল না হয়, বিএনপি'র চিকিৎসক সংগঠন ড্যাবের ডাঃ জাহিদ মুক্তি পাওয়ার পর পিনাকী খুব উৎফুল্ল হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, এই মুক্তিপ্রক্রিয়ায় তার অবদান ও উল্লেখ করেছিলেন।
বিএনপি'র সাথে প্রগতিশীলতা! ভালৈ মানায়!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এই জাহিদ সাপটা আবার কে? এট্টু যুদি ওর পরিচয় দানিতেন, তাইলে একটা মাপদান করিতে পারিতাম
ও এই জাহিদ্যা? হেহেহে হাসাইলেন।
ব্যক্তিগতভাবে আমার নগে ম্যালা আম্লীগারের ভালো খায় খাতির আছে। তাহারা কুনোরূপ বিপদাপদে পড়িলে আমি আইগিয়াও যামু। তার মানে এই নয় যে আমি একটা আম্লিগার। পিনাকী দার ওই স্ট্যাটাশ কেবল এই রূপ সম্পক্কোকেই (আরও নির্দিষ্ট কইরা কইলে পেশাগত) ধারম করে...কোনওরূপ আদর্শিক ঐক্যকে না।
ও আচ্ছা! আপনার কথা বাদ দেই। পিনাকী বাবু তাইলে পেশাগতভাবে ডাঃজাহিদ তথা ড্যাব তথা বিএনপির সাথে 'সম্পক্কো ধারম' করেন, যদিও ঐটা 'কোনওরূপ আদর্শিক ঐক্য' না। বিনোদনের অভাব নাই।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ও বাব্বা..আপনেও দেখি নাড়াইয়ে নাইমা পড়ছেন..আম্লীগগিরি থিক্যা। এইভাবেই তাইলে বুঝাবুঝি? গুড। আপনের সম্পক্কে ধারমা উচ্চ হইল।
নাড়াইয়ের কী দেখলেন আর বারবার 'আম্লীগগিরি' শব্দ ব্যবহার করছেন কেনো? এখানে একজন আরেকজনের একটা লেখার সূত্র ধরে কিছু লিখেছেন। সেই 'আরেকজন' পিনাকীবাবুর পক্ষে আপনি এসে কথা বলছেন, তাকে বিরাট প্রগতিশীল বলে সার্টিফিকেট দান করছেন। বিএনপি নেতার প্রতি তার প্রীতি বিষয়ে ফেসবুকে যা দেখেছি তা এখানে প্রাসংগিকভাবেই লিখেছি। এটা ফ্যাক্ট, এই ফ্যাক্টের বিপরীতে আপনার কাছে কোন ফ্যাক্ট থাকলে বলেন।
আমাকে নাড়াইয়ে নামাইয়া দেওয়া, আমার সম্পর্কে 'ধারমা উচ্চ' হওয়া এগুলোর তো কোন দরকার নাই।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নাড়াইয়ে নামার পোচুর কিছু দেকছি। আম্লীগগিরিরো। সেইসব কইলে মহাভারত অশুদ্ধ হইয়া যাইবগা।
একজন আরেকজনের লেখার সূতা ধইরা লেখনে আমার কোনো সমস্যা হয় নাই। আর পিনাকী দার পক্ষে এমনি এমনি কথা কইছি না, আপোনার বন্ধু হাসিব তাকে ছাগু ট্যাগ দান করিয়া আমাকে বাধ্য করেছে তার পক্ষে কথা বলতে।
আর পিনাকী ভট্টাচার্য আমার আপনার কিঙবা হাসিবের সাট্টিফিকেট নিয়া চলার লোক না, শুধু এটুকুই জানিয়ে গেলাম।
বিএনপি নেতা ছাড়াও উনি বহু বহু টেটাশ লিখেছেন ফেসবুকে, যেখানে একজন বিএনপি কিম্বা জামাতের লোক তারে আম্লীগার মনে কইরা মারতে আইব। তার মানে কি দাঁড়াইল? তার মানে দাঁড়াইল উনি যে কোনও বিষয়ে উনার মনোভাব প্রকাশ করতে দ্বিধান্বিত বা ভীত নন।
ছুট্ট কইরা আরেকটা কথা বলি, আমি আপনে সারা জীবনে যত ছাগু না দেকছি, তারচেয়ে বেশি ছাগুরে উনি নিজ হাতে গুতাইছে। তো, কাউরে ট্যাগিঙ করার আগে তার সম্পর্কে ভালো কইরা খোঁজ খবর নিতে কইয়েন হাসিবরে। গয়রহ মন্তব্য দুঃখজনক। বাকী বিল্লাহর বেলায়ও একই কাণ্ড করছিলেন আপনারা। সেইসবের জবাব বাকী তার লেখায় দিয়ে দিছে। তাই আমরা যারা আপনাদের জানি তাদের জন্য এগুলো বিব্রতকর।
আর আপনেরে নাড়াইয়ে নামানির আমার ঠেকা পড়ে নাই। উচ্চ ধারমা নিম্ন ধারমা কিঙবা মধ্য ধারমারও দরকারাছে, কারণ বুদ্ধি পাকাইয়া ধুনফুন বুঝাইবেন, আর আমি তাই বুইঝা নিমু..তাতো হবে না।
পোগোতিশীল পিনোকিও ভট্ট এক্টা ছুপারম্যান। বাকীর নাম ফাকী বিল্লাহ এক্টা ব্যাটম্যান।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
হাছিপের যমক ভাইয়ের জন্য দাদার জবাব..ঈদের ঈদি http://www.somewhereinblog.net/blog/pinaki007/29863872/
যেমন দাদা তেমন নাতি
অ, এইবার বুচ্চি,
ইনডেক্সের মুন্ডি (অন্য কিছুর মুন্ডি ভাববেন না) থেকে পিনাকী সাহেব তথ্য নিলে সেইটা অকাট্য, ঐশী... আর ফলেন লিফ নিলে সেটা নাস্তিক, বাকশালী...
বটমলাইন কি এইটাই??
পরের লেখাটা তো ঘাড় উচিয়ে তাই দাবী কচ্চে।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
যাক আপনি অবশেষে পিনাকিরে ভগবান বানাইলেন,ধইনা আপনারে।
তাহলে বল্তেছেন দরবেশ সালমান সাকার সাফাই সাক্ষী দিলেও সেইটা বন্দুবান্দুব যেহেতু সেহেতু ঠিকাছে?
নীড়পাতা.কম ব্লগকুঠি
সুলেমান দব্রেশরে তাহা জিগান গা। আপোনার আউয়ামী ভ্রাতা বলিয়া কতা!
পিনাকী দা তো আর আম্লীগ করেন না, তার তো এত ঠেকা পইড়া রয় নাই, আপনার ন্যায় খালি আম্লীগেরই গান গাওয়া।
পোগোতিশীল পিনোকিও ভট্ট তাহলে কার গান গায়?
ওস্তাদ, আপনেরটা তো অরজিনিয়াল আছিল, সুন্দরবনের খাঁটি, জীবনেও ডাউট করি না। কিন্তু আপনে সেইটার উপ্রে আরেকটা পিনাকীছাল পিনতে গেলেন। ঠান্ডা বেশি লাগে?
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
আমারডা ওরিজিনাল কেম্বে থাকে, যখন তুমি ভৌতিক ইঙরাজ বালেদির ছাল পিন্দিয়াছো? আর আমার ঠাণ্ডা নিয়া তুমার নাক না ঝাড়লেও চলবে...বেশি বেশি আওয়ামীপনা চক্কর দিলেই চলিবে..
ওত্তাধিক আওয়ামীপনা চক্কর দিলে, কফুলের দুইপাশে
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
খিকখিকখিক।
একলা একলা হাসেন কেন?ভগবান পিনাকি কইছে নাকি?
লিখেছেন হাসিব (তারিখ: বুধ, ০৭/০৮/২০১৩ - ১১:৪৫অপরাহ্ন)
পিনাকি হলো বঙ্গবাজার থেকে বাঘের ছাল কিনে সেটা গায়ে দিয়ে ঘোরা ছাগু। ইস্যু ক্লোজড।
এই গ্রাফগুলোর উৎস কি? কোনরকম রেফারেন্স ছাড়া এসব গ্রাফ কোথা থেকে এলো? এক বছরে লাইফ এক্সপেক্টেন্সি ১৫ বছর বেড়ে গেলো এসব কি কোনো বিশ্বাসযোগ্য তথ্য? সচলায়তনে রেফারেন্স ছাড়া তথ্য কেনো প্রকাশিত হয়।
গুড পয়েন্ট।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেলথ সেকশান সহ অনেক জায়গাতেই আছে এই গ্রাফ। আপনি নিচের লিঙ্কে গেলে সামারী পাবেন। ধন্যবাদ।
http://www.indexmundi.com/g/g.aspx?v=29&c=bg&l=en
পিনাকী ভট্টাচার্যকে ডিফেন্ড করা আমার উদ্দেশ্য নয়, তবে গুগলের সাইটে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ও ইউ-এন-ডি-পির যে তথ্য আছে তাতে এরকম গ্রাফ নেই।
উদাহরণ - দারিদ্র্য, লাইফ এক্সপেক্ট্যান্সি, ফার্টিলিটি রেট।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
Indexmundi এর ডাটা একেবারে গ্রহন যোগ্য নয়। একাডেমিক জগতে এই ডাটাগুলির কোনো গ্রহনযোগ্যতা নেই। এখানকার ফার্টিলিটি ডাটা'র জাম্পও অস্বাভাবিক।
এইটা ঠিক বলছেন যে ড্যাটার সোর্স হিসেবে ইনডেক্সমুন্ডি পদের কিছু না।
নীড়পাতা.কম ব্লগকুঠি
এমনওতো হতে পারে Indexmundi এর ডাটার গ্রহনযোগ্যতা কম কি বেশী পিনাকী ভট্টাচার্য না যাচাই করেই লেখাটা লিখে ফেলেছেন। মাঝখান থেকে কত রকমের ব্যাঘ্রের ছাল পড়ার হাংগামা তাকে সইতে হল ।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
অন্য কোনো সোর্স থেকে আরো নির্ভরযোগ্য অ্যাকাডেমিক মানের তথ্য পাওয়া গেলে দিতে পারেন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সাধে কি ডাক্তর সাব পচায় ।
পিনোকিও ভট্টাচার্য তো ভারি মজার লোক।
" পিনোকিও ভট্টাচার্য "
- একলহমা
হুমম...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
যে ব্লগ লেখাটা নিয়ে এই আলোচনা, সেটার লিংকটা পোস্টে দিয়ে রাখলে ভালো হতো না কি ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
তাড়াহুড়োয় লিঙ্ক দেয়া হয় নি বলে দুঃখিত। আসলে ঈদের রান্না, বাচ্চা সব সামলাতে ঝামেলা হচ্ছিল খুব। যাই হোক ... এই যে লিঙ্কঃ http://www.somewhereinblog.net/blog/pinaki007/29863349
বাংলাদেশীরা এমন চু**ভাই (ফ্যাক্টকানা!) যে এই ইলেকশনে তবুও বিএনপিকেই ভোট দেবে।
ব্লগ লেখক/লেখিকা শফি হুজুরের নাম নেওয়ার সময় বেয়াদবি করেছেন। নামের আগে কিছু যোগ করে সম্মান জানাতে ভুলে গিয়েছেন। বলতে হবে আল-লালা শফি। নইলে অপমান করা হয়। গুরুজনদের সম্মান করতে শিখুন।
এই সরকারের আমলে কোন উন্নয়ন হয় নাই। গ্রাফগুলি ফটুশপ।
প্রাসংগিক কিনা জানি না, গতকাল আলু পত্রিকায় একটা মন্তব্য করেছেন হুমায়ুন কবির নামের এক পাঠক। এখানে দিচ্ছি।
-----------------------------------------------------------
আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো
ঐ আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে
-----------------------------------------------------------
ডেমুট্রেন কী সরকারের সাফল্য?
এইটা একটু স্ট্যাটিক কিসিমের ড্যাটা হইছে। খুব কামের কিছু না এইটা।
নীড়পাতা.কম ব্লগকুঠি
তথ্যের প্রেজেনটেশন উদ্দেশ্য ও টার্গেট অডিয়েন্সের ওপর নির্ভর করে। এতে একনজরে চোখ বুলানো যায়। বিস্তারিতের জন্য ভিন্ন ব্যবস্থা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বিল্বোর্ড আর ব্লগে মারামারি কইরা যদি উন্নয়ন জানান দেওন লাগে, তাতে আপনারা যতই লাফান, বাঙ্গালি ভোট আপনাগো দিব না। বাই দা ওয়ে, জানেন তো বাংগালি কাউরে জেতায় না, হারায়। সো লীগের হারার ফলাফল হইল বিএনপি জামাত জিতা।
লগে আরেকটা গ্রাফ দিতেন, মানুষের ক্রয়ক্ষমতার/মূল্যস্ফীতির। ওই এক গ্রাফেই আফনেগো হাসিনা বু নেক্সট ইলেকশনে কাইত। রাবিশ মন্ত্রি আর আবুলের কথা না হয় বাদই দিলাম
বিএনপি আমলে ঢাকায় একজন ডে লেবারের দৈনিক মজুরি ছিল ১৫০ টাকা, এখন ৪০০ টাকা। বিএনপি'র শেষ সময়ে মোটা চালের দর ছিল ২০ টাকা/কেজি, এখন ২৮ টাকা/কেজি।
গত বিএনপি আমলের শেষ সময়ে একজন ডে লেবার তার দৈনিক উপার্জন দিয়ে সারে সাত কেজি চাল কিনতে পারতো, এখন কিনতে পারে প্রায় সাড়ে চৌদ্দ কেজি।
আব্দুল্লাহ এ এম
ভালো পর্যবেক্ষণ।
যুক্তিতর্ক ও বিভিন্ন ডাটা, গ্রাফ ইত্যাদি পরিসক্খানে সূচকের এত উন্নতি আমার মাথায় ডুকছে না. হয় আমার মাথা খারাপ অথবা কোথাও কোনো ভুল আছে. তা ছাড়া উন্নতির যে বিশাল লিস্ট একজনের মন্তব্যে দেখলাম তার সাথে কিছু লোকের পকেট ভারীর বেপারটা মুক্ষ ছিল. পূর্ববর্তী সরকার এর খাম্বা ইতিহাস নিশ্চয় জানা আছে সবার. এটা হচ্ছে চোরের হাটবাজার, আমরা ছাগলের তিন নম্বর ছাউ.
স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগার হওয়া কি লজ্জার কিছু নাকি!! বরং স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি-চীনাবাদাম হওয়া লজ্জার বিষয়।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- একলহমা
আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ব্যবহার করা ইনডেক্সমুন্ডির তথ্যে ভুল থাকার সম্ভাবনা আছে। বিশ্বব্যাংকের দেয়া World Development Indicators এর তথ্যে এতটা নাটকীয়তা দেখলাম না। এধরনের তথ্যের ক্ষেত্রে এই সোর্সকেই সাধারনত অফিসিয়াল ধরা হয়। World Development Indicators থেকে বানানো কয়েকটা গ্রাফ দেখে নিতে পারেন।
এই সবগুলো গ্রাফই মূল লেখায় আছে, যার কোনটাই মনে হয় মিলছে না। দ্রুত সার্চে Population below poverty line এর সব বছরের ডাটা পেলাম না। কোথাও না কোথাও নিশ্চয় আছে।
সুহাস শিমন
- একলহমা
বিলবোর্ড আর গ্রাফ দিয়া আম্রিকাতেই ইলেকশন জিতন যায় না, আর আলীগ বাংলাদেশে নির্বাচন জিততে চায় বিলবোর্ড দিয়া। বলদ কী আর গাছে ধরে!!!
ব্যাই দ্য ওয়ে আলীগ কাজ করে নাই তা না কিন্তু পার্সেপশন ম্যানেজ করতে পারে নাই।
এত ফ্লাইওভার বানাইছে কিন্তু লুকজন আড্ডাতে কইবো পদ্মা সেতুর কথা, বিদ্যুত খাতের দুর্দান্ত অবদান ঢাকা পইড়া যাইবো কুইক রেন্টালে পারিবারিক পার্সেন্টেজের হিসাবে, শিক্ষাখাতের সাফল্য ধুইয়্যা দিত ছাত্রলীগ তো আছেই... তারপর আছে বিদেশ মন্ত্রী, মুখ পাতলা মন্ত্রী, রেলের কালো বিড়াল, শেয়ার দরবেশ, হলমার্ক, সাগর-রুনি, ত্বকী....
কিন্তু যদি রাজাকারেও ফাসিতে ঝুলায়, তাইলেও আমার ভুটা আমি দিমু...
জয় ভাইয়া কপালে কলংকমুক্ত জয় মনে হয় না হইতো...
পিনাকী ভট্টাচার্য এই লেখাটার একটি জবাব দিছে দেখলাম। এই ব্যাপারে লেখকের প্রতিক্রিয়া জানতে চাচ্ছি।
-এস এম নিয়াজ মাওলা
পিনাকী ভট্টাচার্য অনেক জ্ঞানী মানুষ। উনার কাছে আমি নস্যি। তবে আমার এই লেখার ব্যাপারে প্রাথমিক ভাবে উনি যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ফেসবুকে তাতে আমি নিজেকে ধন্য মনে করছি।
যাইহোক, উনার যেই লেখার সূত্র ধরে আমার এই লেখা সেইখানে উনি শিশু মৃত্যু হার আর দারিদ্র্য সীমার নীচে বসবাস কারী জনসংখ্যার হার সংক্রান্ত গ্রাফ গুলোর উৎস হিসাবে কোন রেফারেন্স ব্যাবহার করেছেন তা যদি একটু বলতেন তা হলে আমার প্রতিক্রিয়া ছাড়াই ব্যাপারটি সবাই বুঝে যেত। আমার লেখার গ্রাফ আর উনার প্রথম লেখার গ্রাফ দুটি একটু খেয়াল করে দেখুন প্লীজ আর আমার গ্রাফের সোর্সে সেখানে উনার লেখায় ব্যাবহৃত গ্রাফ দুটি আছে কিনা একটু দেখুন।
গ্রাফ দিয়ে এইরকম ব্লগ লেখার সময় আমার মনে হয় তোর আরেকটু সতর্ক হওয়া দরকার ছিল
ঠিক।
নতুন মন্তব্য করুন