সচলায়তনকে আমি মোটেও ভালো পাই না

ভুতুম এর ছবি
লিখেছেন ভুতুম [অতিথি] (তারিখ: বুধ, ০১/০৭/২০০৯ - ৩:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনকে আমি মোটেও ভালো পাই না।
আমি এমনটা কিছুতেই বলতে পারি না যে -
সচলায়তনে ভালো ভালো লেখা পোস্ট হয়,
এখানে অনেক গুনী মানুষেরা আলোচনা করেন,
অনেক হাসি-আনন্দ-বেদনার গল্প উঠে আসে সচলায়তনে।
বরং আমি এটাই বলবো আপনাদের,
সচলায়তন নোংরা জঘন্য পঁচা,
সচলায়তন নিকৃষ্ট মানের লেখায় ভরপুর,
সচলায়তনের মানুষগুলা ক্যামুন জানি গরু-গাধা।
আসলে খুবই মিথ্যা কথা হবে যদি আমি বলি -
এখানে এসে শিখেছি অনেক কিছু,
এখানে জেনেছি অনেক কিছু, আর কাটিয়েছি খুব ভালো কিছু সময়।
সচলায়তনকে আমি ভালোবাসি।

এবার একটু কষ্ট করে নিচ থেকে উপরে পড়ে যান। অর্থাৎ শেষ লাইনটিকে প্রথম লাইন ধরুন, আর প্রথম লাইনটিকে শেষ লাইন।

এই আইডিয়াটা আমার না, আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদপ্রার্থী লোপেজ মার্ফির নির্বাচনী প্রচারণার অংশ ছিলো এই ধাঁচের একটা অ্যাড। কনজুমার বিহেভিয়র কোর্সে অ্যাডটা দেখেছিলাম, পছন্দ হয়ে গিয়েছিলো অনেক, আর তাই চাম বুঝে আইডিয়াটা মেরে দিলুম। দেঁতো হাসি

যাই হোক, কথা সেইটা না, কথা হইলো আজ সচলায়তনের জন্মদিন। ভালো থাকুক, সুস্থ থাকুক, আর অনেক কলকাকলিতে মুখরিত থাকুক এই প্রাঙ্গন।


মন্তব্য

সিরাত এর ছবি

বাহ! মজা তো। হাসি

ভুতুম এর ছবি

ধন্যবাদ সিরাত ভাই। বাইর হইছেন অফিস থিকা?

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

সিরাত এর ছবি

হ, একটু দেরিতে যদিও। বাইর হইয়া বৃষ্টিতে... আর কইয়োনা।

তুমি তো এই পোস্টটায় ফাটায় লাইছো মিয়া! ৮ খান স্টার। মনে রাখবা প্রথম স্টারটা আমার দেওয়া। আমারে প্রাইজ দাও - ফার্স্ট স্টার প্রাইজ!

আর মাইনষেরে কও না যে তুমি আর আমি প্রথম থিকা সচলায়তন পড়বার লাগছি!!

ভুতুম এর ছবি

হ। সুপ্রিয় মাইনষেরা, যেহেতু আমি আর সিরাত ভাই সচলায়তনে বেশ পরে সংযোজিত হইয়াছি, আগের লেখাগুলা আমরা মিস কইরা গেছিলাম। কাজেই আমরা এখন আর্কাইভ থেকে পিছের দিক থেকে পড়া শুরু করছি। বিয়াপক মজা পাইতাছি। দেঁতো হাসি

স্টারের জন্য ধন্যবাদ সিরাত ভাই! দিলাম আপ্নেরে "প্রথম তারা" পুরষ্কার। (আইচ্ছা, প্রথম তারা নামটা সান্ধ্য পত্রিকার নাম মনে হইতাছে না???)

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা।
হেব্বি মজা।
আপনার আর সিরাতের জন্য এই পোস্ট -

২০০৮ সালে সচলায়তনে যা কিছু উল্লেখযোগ্য

ভুতুম এর ছবি

উরে মামা, এইটা কী পোস্ট!!!!! চরম! ধন্যবাদ।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

হিমু এর ছবি
ভুতুম এর ছবি

কোন প্রকার তৈলমর্দনের জন্য বলতেছি না, আপনি কমেন্ট করছেন দেইখা সেইরকম ভালো লাগতাছে। ধন্যবাদ অনেকগুলা।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

হিমু এর ছবি

আমি আপনার পয়েন্ট কিন্তু ধরতে পেরেছি। প্রায়ই আমি খড়্গ হাতে এর ওর ওপর লাফ দিয়ে পড়ি হুদাহুদি মন খারাপ । কিন্তু ঐ যে বললাম, আমি সচলায়তনের প্রেমিক। যাদের সাথে অতীতে প্রেম করেছি, তারা বুঝবে কেন এমনটা করি হাসি

বিজ্ঞাপনের আইডিয়াটা জটিল।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রেনেট এর ছবি

আমি সচলায়তনের প্রেমিক

জানতে ইচ্ছা করছে, সচলায়তনের লিঙ্গ কি হো হো হো
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ভুতুম এর ছবি

আমিও জানতে চাই, সচয়লায়তন কি সচলায়তনুশ্রী দত্ত যাতে তনোমনোধনোনিবেশ করা যেতে পারে?

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হিমুর কমেন্টের জন্য আরো অনেক প্রেমিক-ই হা করে অপেক্ষা করে.. মডারেটর বলে নয় সব্যসাচি লেখকের একটা কমেন্ট পেলে প্রেমিক তার নিজের লেখার খানিকটা মূল্যায়ন করতে পারে দেঁতো হাসি

ভুতুম এর ছবি

আমার কোন পয়েন্ট আসলেই ছিলো না দেঁতো হাসি তৈলের ব্যাপারটা বললাম এই কারনে যে মডুদের তেল মারলে লেখা টেখা ছাপা হয় / দ্রুত সচল হওয়া যায় এইরকম কিছু ধারনা নিয়ে কেউ কেউ চলেন শুনেছি, আমি ঐ গোত্রের না, বরং আসলেই আপনার লেখার বিশাল ভক্ত এবং প্রথম আমার লেখায় আপনার কমেন্ট পেলাম দেখে সেইরকম খুশী সেটা বোঝাতে। প্রকৃতিপ্রেমিক ভাইই বলে দিয়েছেন ব্যাপারটা আসলে কী।

আপনার এই খড়্গ হাতেলাফালাফিটাও ভালো লাগে। যারে দেখতে পারি তার ট্যারা চোখও পদ্মলোচনই লাগে হাসি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

সাইফ তাহসিন এর ছবি

তেলহারামীর কথাটা মনে হয় ভুলে গেছেন গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মিয়া আপনি তো দেখি রীতিমতো "হোমওয়ার্ক" করা সচল-অতিথি। কোন্ পোস্টে দেখলাম ৯ মাস নাকি সচল পড়ছেন খালি?

দুর্দান্ত এর ছবি

খড়গ হাতে প্রেম - ব্রুস উইলিস ইদানিং যেমন?

পান্থ রহমান রেজা  [অতিথি] এর ছবি

চলুক

ভুতুম এর ছবি

হাসি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

মামুন হক এর ছবি

ব্যাটা দিছিলি তো ডর খাওয়াইয়া!! লেখায় বিপ্লব।

ভুতুম এর ছবি

হেহে। আপনি আবার ডর খাওইন্না মানুষ নাকি???!!!

বিপ্লবের লিগা ধইনাপাতা।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

রণদীপম বসু এর ছবি

এমনি কি আর প্যাঁচারে ভুতুম কয়...!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ভুতুম এর ছবি

প্যাঁচা প্যাঁচায় বলেই প্যাঁচা... দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

ফারুক হাসান এর ছবি

পরিবর্তনশীল এর ছবি

দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ভুতুম এর ছবি

এইটা হলো আসল বিজ্ঞাপনটা:

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

ইশতিয়াক রউফ এর ছবি

অসামান্য আইডিয়া। আর পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। আইডিয়া যাঁরই হোক না কেন, এটাকে কাজে লাগানোর জন্য আলাদা মুন্সিয়ানা লাগে। খুবই মজা পেলাম।

ভুতুম এর ছবি

ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। আপনার লেখার অপ্রকাশিত ফ্যান আমি, এই চান্সে জানায়ে যাই। সব আর্কাইভ ঘেঁটে পড়া তো, তাই কমেন্ট করে আর জানানো হয় নাই আপনার লেখা আমি ভালো পাই যে। হাসি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

রেনেট এর ছবি

ব্যাতিক্রমধর্মী লেখা। মজার হয়েছে হাসি
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রায়হান আবীর এর ছবি

চ্রম পোস্ট।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মজা লাগছে। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ভুতুম এর ছবি

আজকে জন্মদিনের সুবাদে দেখি রথি-মহারথিদের কমেন্ট পায়া যাইতেছি। হাসি ধন্যবাদ। সচলয়াতনের জন্মলগ্নে আমি ছিলাম না, তবে জানি আপনাদের মতো কয়েকজনের কত শ্রমের ফসল এই সচলায়তন। তার জন্য আরো বিশাল করে ধন্যবাদ।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তীরন্দাজ এর ছবি

বাহ্ ! আমার খুব ভালো লেগেছে ভুতুম ভাই! এরকম করে সুন্দর প্রেমের কবিতাও লেখা যেতে পারে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ভুতুম এর ছবি

সমস্যা কোথায় জানেন, মেয়েরা, বিশেষত প্রেমিকা শ্রেণীর মেয়েরা এত কিছু পড়ে দেখবে না। প্রথম চার লাইন পড়েই ছিঁড়ে কুটিকুটি করবে, সদ্যকেনা স্টিলেটো হিলের প্রয়োগ করবে শিন কি চিন বরাবর, ক্রিয়েটিভ প্রেমিকের তখন বিভিন্ন রাস্তার কৌনিক দুরত্ব মাপা ছাড়া উপায় থাকবে না। মন খারাপ

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হো হো হো পৌরাণিক ঘোড়া নয়, তখন কৌণিক দূরত্ব মাপবে প্রাগৈতিহাসিক হস্তী।

ভুতুম এর ছবি

হো হো হো তা আবার কইতে। হস্তীরা সব তখন দাবা বোর্ডে গিয়ে কোনাকুনি দৌড়ানো শুরু করবে।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঘুম থেকে উঠে প্রথম কয়েক লাইন পড়েই চোখের ঘুম ছুটে গিয়েছিল। ভেতরে পড়ে হাসি পেলো। হো হো হো

ভুতুম এর ছবি

যাঃ বাবা, আপনার ঘুম ছুটায়ে দিলাম নাকি? ঘাম ছুটায়ে লেখাটা তাইলে স্বার্থক হইলো। হাসি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

মামুন হক এর ছবি

পিপি আমারে আজ তোর রোগে পেয়েছে, সমানে কমেন্ট করে যাচ্ছি কিন্তু লিখতে পারছিনা কিছু। আচ্ছা ঐ আলজিভ, টাকরা বের করা ইমোটা কেম্নে দেয় রে?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কোলোন P

লিখিসনা, বাদ দে, এত লেখায় কমেন্ট করেই কুলায়ে উঠতে পারতেছিনা।

বিপ্রতীপ এর ছবি

মজা পাইলাম! চলুক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

ফারুক হাসান এর ছবি

বিপ্র'র রস খাওয়া শেষ হয় নাই অখনও?

মামুন হক এর ছবি

ফারুক ভাই কে জানি ঐটারে আখের রস কইল আর আপনে বিশ্বাস করলেন?হাসি

বিপ্রতীপ এর ছবি

রস আনলিমিটেড হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বিপ্র এখন কী অবস্থা? চোখের হলুদ ভাব কমছে?
ভাইরে, বিদেশের জীবন - কী বলবো... অসুখ বিসুখ হলেও দেখার কেউ নাই মন খারাপ

বিপ্রতীপ এর ছবি

হ...বিদেশের জীবন... মন খারাপ
এখন আপনাদের দোয়ায় আছি একরম
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

যুধিষ্ঠির এর ছবি

ব্যাপক মজা পাইসি।

সাইফ তাহসিন এর ছবি

চ্রম পোস্ট , উত্তম জাঝা!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ভুতুম এর ছবি

চ্রম ধন্যবাদ।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

আকতার আহমেদ এর ছবি

ব্যাপক হইসে!

স্বপ্নাহত এর ছবি

মজারু!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

দ্রোহী এর ছবি

মজা তো!

ভুতুম এর ছবি

দ্রোহীদা আর ধুগোদার সিনটা কী? যেইখানেই যাই এরা দুইটা জুটি বাইন্ধা থাকে ক্যান? এবং ক্যামনে?

সিনটা খুব সন্দেহজনক।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

নিবিড় এর ছবি

আরে আপনে এতদিন পর দ্রোহী আর ধূগো কেন একসাথে এই প্রশ্ন করেন অ্যাঁ
পুরান লেখা পড়া শুরু করছেন না তাইলে সব ক্লিয়ার হবে হাসি
ইনারা সচলের সেরা প্রেমিক জুটি চোখ টিপি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

ভুতুম এর ছবি

হ আমিও তাই সন্দো করতাছিলাম। এক্ষণে কিলিয়ার হইল সবকিছু। যুগলের জন্য শুভ কামনা থাকলো অনেক।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

জিজ্ঞাসু এর ছবি

হো হো হো

___________________
সহজ কথা যায়না বলা সহজে

শামীম এর ছবি

এক লেখা দুইবার পড়ানোর ধান্দার লেখায় এবং আইডিয়ায় বিপ্লব।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

ভুতুম এর ছবি

চিন্তা করলাম আমার লেখা মানুষরে দ্বিতীয়বার পড়ানোর এইটাই একমাত্র ধান্দা। বিপ্লব তাই করতেই হইলো। দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

তুলিরেখা এর ছবি

ওরে সাব্বাশ! হাসি

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ভুতুম এর ছবি

ধইনাপাতা হাসি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।