বলা হলো না। ভুল বললাম!
বলতে দিলে না আমায়-
আবারো ঠিক বুঝিয়ে দিলে
বুঝিনি এখনো তোমায়!
মাত্র দু'টো মিনিটের জন্যে
ভেঙে গেলো হৃদয়
অশ্রুর কণা চোখের কোণে
সময় বড্ড অসময়!
এমন নিকষ কালো আঁধার
কীসে ঘুচবে তুমি বলো!
এক টুকরো রোদ্দুরের ধার
ঋণ শোধের বেলা এলো।
যতোই দেখাক না কেনো
সুখ তার চরম অবহেলা!
আর নয় দুঃখ দুঃখ খেলা-
এবার হাসিমুখ সারাবেলা।
- ৩ ডিসেম্বর @ ১০:৩৫
মন্তব্য
দারুণ গীতলয়তা! কবিতাটিকে গান করা যেতে পারে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ধন্যবাদ জলিল ভাই।
আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন