অ্যান্টি-পয়েট কাকে বলে?

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: মঙ্গল, ০৪/১২/২০০৭ - ১০:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

শবাধার আর ছাইদানের কোনো ব্যবসাদার?
এমন সেনাপতি যে নিজেও ক্ষমতায় দ্বিধাগ্রস্ত?
এমন পুরুত যে কিছুতেই বিশ্বাস করে না?
এমন-কোনো ভিখিরি-ভবঘুরে যে সবকিছু নিয়েই
হাসাহাসি করে, এমনকি বার্ধক্য আর মৃত্যু নিয়েও?
কোনো বদমেজাজি বাক্যবাগীশ?
খাদের পাশে নাচতে-থাকা কোনো নাচিয়ে?
সারা জগতের প্রেমে পড়েছে এমন-কোনো নার্সিসাস?
এক রক্তমাখা ভাঁড় যে ইচ্ছে করেই যা-দশায় পড়েছে?
চেয়ারে বসে ঘুম লাগায় এমন-কোনো কবি?
এক অত্যাধুনিক কিমিয়াবিদ?
বৈঠকখানার কোনো বিপ্লবী?
কোনো পাতিবুর্জোয়া?
কোনো ছ্যাবলা? কোনো হোতা? অপাপবিদ্ধ কেউ?
সানতিয়াগো চিলের কোনো চাষী?
যে-বাক্যটি নির্ভুল মনে হয় তার তলায় লাইন দাগো।
__________________________
-নিকানোর পার্‌রা


মন্তব্য

হিমু এর ছবি
মৃন্ময় আহমেদ এর ছবি

হুমমমম

আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

সুমন চৌধুরী এর ছবি

ঠিকাছে।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

মৃন্ময় আহমেদ এর ছবি

অবশ্যই।।

আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

হাসান মোরশেদ এর ছবি

অনুবাদ?
ভালো লাগলো । মুল কবিতা কার? একটু বিস্তারিত বলবেন?
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মৃন্ময় আহমেদ এর ছবি

অনুবাদ মানবেন্দ্র বন্দোপাধ্যায়।। আর নিকানোর পাররা সম্পর্কে জানতে লিংক দিলাম।।
http://en.wikipedia.org/wiki/Nicanor_Parra

আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।