মাতাল সুরে মাতাল শিরোনামে তালের গান

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: বিষ্যুদ, ১০/০১/২০০৮ - ১১:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ জানলা খুলে সূর্য ডাকি আয় মামা!
গতকালও ছিলাম মাতাল, হ্যাঁ মামা!
কতো গাল খেলাম জীবনে.
কতো সকাল গত রাতে,
বদলে নেই সব অঙ্গীকার,
গরীবের যদিও খাদ্য দরকার...
আমি মাতাল।

একটা বোতল সাবাড় করে আরেকটা!
নিজেই ঠুকছি নিজের মাথার পেরেকটা!
কতো টাকায়, কতো বোতল
একা একা করে কতল,
বদলে নেই সব অঙ্গীকার,
ন্যাংটো ছেলেটার প্যান্ট দরকার...
আমি মাতাল।

মাতলামিতে ঢালছি টাকা পাঁচ বছর,
মাতলামিতে ফার্স্ট হবো, নেই শপথ!
কতো টাকায়, কতো হাসি
ক্ষমতাকেই ভালোবাসি,
বদলে নেই সব অঙ্গীকার,
দেশটা যাক,... জানুক আবার...
আমি মাতাল।

কোনো পথই মসৃণ নয়, কোনো পথই নয় চেনা! এখানে টিকে থাকা যুদ্ধ নয়, সংগ্রাম। সংগ্রাম অধিকার নয়, সওদাগরি! এরপরও টিকে থাকা অনিবার্য নয়, মুহুর্মুহু প্রসব বেদনা।
- কার্নিশে ম্যাগপাই।।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

শেখ জলিল এর ছবি

উদ্ধৃতিটা চমৎকার।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মৃন্ময় আহমেদ এর ছবি

আমারো বেশ ভালো লাগলো, তাই তুলে ধরলাম। কার্নিশে ম্যাগপাই ব্যান্ডদলের গান প্রথম শুনলাম। নিয়ন আলোয় স্বাগতম অ্যালবামের প্রথম গান।

ধন্যবাদ।।

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

সুমন চৌধুরী এর ছবি




ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

মৃন্ময় আহমেদ এর ছবি

জ্বী
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

কনফুসিয়াস এর ছবি

ভালো লাগলো। হাসি
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মৃন্ময় আহমেদ এর ছবি

ভালো লাগা আমারো...
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।