খুব বড়ো একখানা কবিতা লিখবো আজ।
এমন এক কবিতাঃ
যার দৈর্ঘ্য ছাড়িয়ে যাবে তোমাকে-
তোমার সকল অহমিকা, দাম্ভিকতা।
সর্বোপরি, তোমার চিরন্তন অবহেলা।
গতি থমকে গেলো।
শুধু একটি শব্দের কারণে- অবহেলা।
ভাবনা আমার তাই ভাবনাতেই;
বয়ে গেলো বেলা- না বলায়।
জানুয়ারি ২০০৭
মন্তব্য
লিখি লিখি করেই হয়ে যায় কবিতা লিখা..
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
লিখতে লিখতেই কবিতা রূপ বদলায়..
ধন্যবাদ।
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
তবু লিখবো একদিন তোমাকে নিয়ে
এই আশায় আমার স্বপ্নরা ঘুমায়
বিলাসীতার রঙ্গীন মোড়কে থাকা অভিমান
পোষাকী সাজে হেটে বেড়াবে নাগরিক পার্কে।
বস্তবাদি ভালবাসায় আছে দেখানো শুধু,
আছে আবেগী চাহিদা তবে তা বড় কৃত্রিম
বিএফসি,পিজাহাটের ধোয়ায় বিদেশী বলনে
এক রাতের 'নিশিযাপন'-এটাই ট্রেন্ড বড্ড এখন!
বিনীত
রনি রক!
সত্য। বড়ই সত্যকথন। তবুও এ সত্যকে বারেবার মিথ্যে প্রমাণিত করতে চায় মন আমার।।
ধন্যবাদ।
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
বৈপরীত্য রয়ে গেল যে!
যে অবহেলাকে ঝেটিয়ে দূর করতে চাইলেন তার কারণেই থমকে যেতে হল?
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
ইহাই তো বাস্তবতা।
ধন্যবাদ।।
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন