করেছি কর্তব্য যাহা,
ডায়েরীখানা ২০০০ সালের। এ লাইন ক'খানা লেখা হয়েছে ২০০১-এ। পৃষ্ঠা ২৫ জানুয়ারিতে। ফুটার অংশে U লেখা, মানে মূল লেখক কে তা অজানা আমার।।
এ কথাগুলোকে সবসময় মনে পড়ে। জীবনের সুতো কখন ছিঁড়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই। তাই ব্লগের ঘরে এপিটাফ এঁকে দেয়া উত্তম।
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি-
জীবন, ফুরালো নাকি।
মন্তব্য
এপিটাফটা সুন্দর হয়েছে। তবে এতো আগেভাগেই কেন এপিটাফ?
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ডায়েরীর পাতা হতে ব্লগের পাতায়..
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
- আমার লাইগা একটা এপিটাফ লেইখা দিয়েনতো মৃন্ময় বাবু।
এটম ফুটাইলেও তো কবিতা বের হবে না আমার পেট থেকে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইটাই তো মনে হয় আমার লেখা না।।
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন