"লিখবো বললেই তো আর লিখা হয় না। হয় নাকি?"
"কেমন করে জানি বলো হে আমার আমি, যতক্ষন না লিখি!
how can I know I can do it until I do it?"
বাতাসে ভেসে বেড়ানো শব্দতরঙ্গের আবেশ
আচ্ছন্ন করে রাখে আমায়-
এক অমোঘ নিয়তি।
তুমি শব্দটা বড্ড ছুঁয়ে যায়,
হৃদস্পন্দন গতি পায়।
তরঙ্গায়িত আবেশের ঘোরে আপন সত্ত্বা জ্বালাই,
কালিমা বাগানে এক টুকরো শুভ্রতার আলোক।
সেই শুভ্রতাটুকু আজ তোমায় দিলাম, হে তুমি!
আলোয় আলোয় ভরে উঠুক তোমার জীবন-
এ আমার স্বপ্ন,
আর আশীর্বাদ।।
১ ফেব্রুয়ারি ২০০৮ @ ০১:০১
মন্তব্য
লেখাটা নিরালা ঘরে একলা জ্বলা প্রদীপের মত লেখাটা।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
চমত্কার মন্তব্যের জন্য ধন্যবাদ।।
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন