রোদের মাঝে হেঁটে বেড়াই রোদ হয়ে
জল ছুঁয়ে দিই জল হয়েই-
তবুও কেনো বুকের মাঝে শূন্যাঞ্চল!
মেঘের পানে দৃষ্টিতে ভাসি মেঘ হয়ে
ঘাসের নরোমে ঘাস হয়েই-
তবুও কেনো সত্ত্বা কাঁপানো দীর্ঘশ্বাস!
দলবদলের ভাবনা নেই দিনবদলের লগ্নে
মেঘ
ঘাস
পাতা
ডানা
কোথায় নেই আমার আমি!
ঝাপসা হয়ে ওঠে দৃশ্যগুলো-
পরছায়ায় কাহার অস্তিত্ব?
মন্তব্য
এইডাই ঘটনা। পানির মধ্যে কাঁচ লুকানো যায় না। আলো যে ঠিক সরলরেখায় বাঁকে না!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বেশ ভালো লাগল।
অপূর্ব। পূর্ণাঙ্গ কবিতার স্বাদ পাওয়া গেলো।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন