এখন আমি, আমাতে

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: মঙ্গল, ২২/০৪/২০০৮ - ১২:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অতঃপর
নীড়ে ফিরে আসা
আনন্দে ভেসে যাওয়া
নিজেকে আত্মস্থকরণের তৃপ্তি

বেশ ক'দিন
কী জ্বালা, যন্ত্রণা
নিজেকে হারানোর দংশন
রঙহীন রক্তক্ষরণ শরীর বেয়ে

এবং আবার
দহন হয়েছে অতীত
নিজেকে ছুঁতে পাওয়ার মুহূর্ত
এক অজানা আবেশে দিশেহারা

অনেক সময়
এক সফেদ ফাঁস
কালো ছুরির ফলায়
পলকে সাদাকালো দাবার গুটি

চলছে জীবন
চলবে এমনি
বাধ সাধে ধ্রুব কাল
এপার ওপার মাঝে এক নদী
আর
বুকে নব্য প্রাচীনের অবাধ মিলন।


মন্তব্য

শেখ জলিল এর ছবি

চলছে জীবন
চলবে এমনি
বাধ সাধে ধ্রুব কাল
এপার ওপার মাঝে এক নদী
আর
বুকে নব্য প্রাচীনের অবাধ মিলন।

..জীবনের দারুণ অনুভূতি!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

তীরন্দাজ এর ছবি

সুন্দর কবিতা আপনার। প্রতিবারই হৃদয়ছোঁয়া!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মৃন্ময় মাঝে মাঝে উধাও হয়ে যান। মিস করি।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

নিজেকে ছুঁতে পাওয়ার মুহূর্ত
এক অজানা আবেশে দিশেহারা...
সুন্দর !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।