অনিচ্ছায় বসে থাকা অর্থহীন জ্ঞানে
বুদ্ধিদীপ্ত মুখোশের আড়াল কোথায়!
খসে পড়ার গর্জনে গুঞ্জনরত সময়-
আত্মার ক্রন্দনে চেনা আমি হারায়।
বাহ্-রে-বাহ্...
বাহ্বা ফোয়ারা জন্মায়;
সামাজিকতার দায়ভার
জ্বলন্ত বিরক্তি সুপ্তাবস্থায়
ধন্যবাদান্তে।।
ছুঁয়ে যায় অগ্নুৎপাতের নিভন্ত শিখা।
আপনার অপরাধী আমি-
সহজাতবোধের কোষ্ঠকাঠিন্যতায়,
লালচে চোখে চেয়ে থাকি।
মন্তব্য
মুগ্ধতা ছুঁয়ে যায়...
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
মুগ্ধতাটুকু প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন