অন্য ভাবনায় আকাশ

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: শনি, ২৭/১২/২০০৮ - ৫:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পাখি ওড়ে বেড়ায়
কখনো মেঘের সাথে
কখনোবা মুক্ত নীল আকাশে
আর যখন গাছের ডালে বসে থাকে!

মেঘ ভেসে বেড়ায়
কখনো স্থির কখনো অস্থির
খোলা চোখে আকাশ ঠায় দাঁড়িয়ে
আর যখন তার গভীর নিদ্রা ভাঙে!

আমি দেখি মেঘ গতিহীন
আর আকাশ ওড়ে বেড়ায় মেঘের 'পরে...


মন্তব্য

নির্জর প্রজ্ঞা এর ছবি

সুন্দর লিখেছেন "আমি দেখি মেঘ গতিহীন"। আপনি যে ভুল দেখেন তা আমি বলি কি করে? এরকম তো নিজেও করেছি সূর্য স্থির এ তত্ত্ব মাথায় কাজ করে কিন্তু প্রতিদিন সূর্য যে আমাদের সাথে সাথে হাঁটে সেটাকেও তো ভুল বলতে পারিনা।

যাই হোক, লেখা সুন্দর হয়েছে।

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

মৃন্ময় আহমেদ এর ছবি

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

====================
অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

ভূঁতের বাচ্চা এর ছবি

ভাল লাগল মৃন্ময়দা।

--------------------------------------------------------

মৃন্ময় আহমেদ এর ছবি

ধন্যবাদ।

====================
অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

লাল কমল [অতিথি] এর ছবি

মনকে নাড়া দিয়ে গেল!!!!!!!!!!!

মৃন্ময় আহমেদ এর ছবি

জেনে ভালো লাগলো।

====================
অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।