সোনালি রোদ্দুরে হীমশূল ফোটে
বেশ লাগে জ্বালা, অন্য আবেশ-
স্বপ্নাঙ্গনে সকল ক্লান্তি উবে যায়
অনুভবে এক রাশ প্রশান্তি পাই।
অথচ,
অন্তরালের পর্দায় সময় ঋণগ্রস্ত
বাহিরে অমূল্য সময় দিশেহারা।
অবহেলার অপনয়ন নিয়মনীতি
অসহ্য!
জন্মের প্রতি আমার এ অত্যাচার।
নতমস্তকে নতজানু হই, হে ঈশ্বর!
ক্ষমা চায় এ হীণ, চায় উন্নত চিত্ত।
মন্তব্য
খুব একটা ভালো লাগল না। নাকি বুঝতে পারিনি বলে ভালো লাগেনি। কে জানে! আবার বুঝতেই যে পারিনি এটাইবা জোর দিয়ে বলি কি করে।
(মহসীন রেজা)
যার যেমন মতামত। লেখায় আমার যা বলার তা তো আমাকেই বলা। নিজেকে একটু নাড়িয়ে দেয়া। পাঠকের ভালো লাগলে, বা নিজের কথা খুঁজে পেলে ভালো লাগে। আর বুঝা না বুঝা নিয়ে শঙ্খ ঘোষ লিখেছেন...
হঠাৎ কখনো যদি বোকা হয়ে যায় কেউ, সে তো নিজে আর
বুঝতেও পারে না সেটা। যদি বুঝতোই তাহলে তো বুঝদারই
বলা যেত তাকে। তাই যদি, তবে
তুমিও যে বোকা নও কীভাবে তা বুঝলে বলো তো?
====================
অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন