স্বোপার্জিত ঘুণপোকা

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: শনি, ০৭/০৩/২০০৯ - ৮:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এ ঘর ও ঘর করে করেই বেলা গেলো
এখন ভীষণ অবেলা-
অভিধানের অভিব্যক্তি, কেমন আছো?
অসংজ্ঞায়িত ভালো-মন্দের সহাবস্থানে
সর্বানুভূত আত্মস্থকরণ বেছে নিয়েছি।।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।