কে কীভাবে কখন কোথায় মিশে বিষ হয়ে যায়
জানার পরিধিতে এ রূপান্তরের ব্যাখ্যা নেই।
বিষক্ষয় প্রক্রিয়া তাই রূপকথায় ডুকরে মরে
অবলীলাক্রমে
বদলে যায় দৃশ্যপট
আর নয় নিছক নিস্তরঙ্গ নিদ্রাবিভূত মাংসপিন্ড
তাই দ্রোহের মন্ত্রহীন বিবেক অহিংসায় খুন হয়
আণবিক আড়োলন আসে গোবেচারা চলনে
নিরীহ সত্ত্বায়-
মননে রণাঙ্গণ সাজ
অবশেষে জ্ঞানতঃ হয় 'ভালোবাসা'-ই শেষ রূপকথা।
মন্তব্য
অবশেষে জ্ঞানতঃ হয় 'ভালোবাসা'-ই শেষ রূপকথা।
ভাল পংক্তি ...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
ধন্যবাদ।
=========================================
অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন