বর্ণকথা

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: বিষ্যুদ, ২৩/০৪/২০০৯ - ৯:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বর্ণকথার সমাপ্তির পর সূচনা শুরু হয় এরূপেঃ

বর্ণমালার সবক'টা বর্ণ নিয়ে লেখার ইচ্ছে বহুদিনের। আজ খুব করে চেপে বসলো ইচ্ছেটা। শুরু করলাম, বর্ণানুক্রমানুসারে। একে একে বর্ণ এসেছে, মনে যে শব্দ এসেছে তা দিয়েই বাক্যের অবতারনা। কবিতার মতো করে, মূল ভাবনা একই থাকার প্রয়াস ছিলো। হয়তো হয়নি, মনেপ্রাণে যা চেয়েছিলাম। তবুও...

অহর্নিশি শব্দ বুনি-

আমার মৃতপ্রায়
ইচ্ছেদলে
ঈশ্বর প্রাণ দেন
উজাড় উড়াল
ঊঁকি দেয় মৌনতা
ঋজু অনুভবে
একাত্মা এপার-ওপার।

ঐকতান
ওহে গানওয়ালা
ঔদার্য কন্ঠে তব
কথামালা কী সুমধুর!

খেয়ালের অনেক রঙ
গগনে কেবল সাত-রঙা!
ঘুঙুর পরে ঘনকেশী মেঘ
চমকায় আকাশ
ছলছল হৃদমহল
জমে থাকা অভিমান
ঝঞ্ঝাক্ষুব্ধ সত্ত্বার নৃত্য।
টকটকে লাল দু’চোখ
ঠোঁটে তবু পরম বচনের ব্যাপ্তি!
ডানপিটে মননে মরচে ধরে না-

ঢেউ- স্বচ্ছ পানির আর অদৃশ্য বায়ুর
তন্ময় হয়ে যায়, যা কিছু ছুঁয়ে দেয়।
থমকে দাঁড়ায় সময়, ক্ষণিকের অন্তর্জলি
দুর্নিবার আকাঙ্ক্ষা মহাকালে ঠাঁই খুঁজে

ধ্যানে জ্ঞানে অনুভূত প্রার্থনা, স্বগতোক্তি-
নিধন, অন্তস্থ অনাচার, অগণিত পাপ
পবিত্র প্লাবন আসুক ভিতর-বাহির
ফজরের আলো মুছে দিক সকল গ্লানি
বন্ধন হোক- শুদ্ধতা আর সকল আত্নার
ভালোবাসা স্থাপনা গড়ে ওঠুক অলিগলি
মিথ্যে যাক চিরঘুমে, সত্য সদা জাগ্রত।
: : : : : : : : : : : : : :: : : : : : : : : : : : : :: : : : :

যাযাবর সুখ-দুঃখ, যাযাবর জীবন-মরণ।

রহস্য ফেলে রাতের আকাশে জ্বলে রঙমশাল।

লাল-নীল গল্পঃ জীবন সংগ্রামে ভালোবাসার গান!

শুভ্রতার জোয়ারে ভেসে যাক সমগ্র সৃষ্টি।

ষড়রিপুর অপনোদনে মুক্তির পথ।

সত্যই সুন্দর, সত্যই আনন্দ, সত্যই জীবন।

হায়! যদি সবাই বুঝে, তাহলে মানবতা সহায়।।


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

লেখা শেষ করে পড়িনি। এখন পড়লাম, টুকটাক ঠিকঠাক করলাম।

আহামরি কিছু হয়নি, তবে ইচ্ছেটা পূর্ণতা পেলো। এই ঢের।।

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মৃন্ময়,
কেমন আছেন?
অন্য প্রসংগে, আপনার রচিত কবিতা সংখ্যা কতো হলো?
হাজার পেরিয়েছে নিশ্চয়...?

মৃন্ময় আহমেদ এর ছবি

ভালো আছি। এন্টিবায়োটিক খাচ্ছি যদিও। এখন মাথাটা ঝিমঝিম করছে....

হাজার!!! নারে ভাই। হাজারের অর্ধেকও তো হয়নি। আর যা লিখি, তা হয়তো কবিতার মতো...

ভালো থাকুন।

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

রানা মেহের এর ছবি

ভালোইতো লাগলো

এন্টিবায়োটিক খাচ্ছেন কেন? কী হয়েছে?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

মৃন্ময় আহমেদ এর ছবি

ভালোই তো লাগার কথা জানলাম। ভালো লাগলো।।

টনসিলের ব্যারাম হইছিলো তাই।

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।