চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গনতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়,
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি—
পৌরুষেরে করে নি শতধা, নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা,
নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ,
ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত॥
-- রবীন্দ্রনাথ ঠাকুর
মন্তব্য
শুধু ভারতেরে?!
মজা করলাম, আপনার কবিতা ভালো লেগেছে, রাবিন্দ্রিক ফ্লেভারে ভরপুর মনে হলো।
শুভ জন্মদিন কবিগুরু!
ভাই রে, এইটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা।
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
হা হা হা
আপনি আগে নামটা লিখবেন না!!?
কেনো রে ভাই, শিরোনামে তো প্রথম থেকেই ছিলো!!! আমি ভেবেছিলাম ওতেই হবে। আর রবীন্দ্রনাথের এ কবিতা অচেনা হবে ভাবতে পারিনি!
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
হা হা হা ... ... আমি আপনার সাথে পুরোপুরি একমত, দোষ আমারই
এই কবিতাটা আমার জানা থাকা উচিৎ ছিলো। যেহেতূ জানি না, কি আর করা!
দয়া করে মন্তব্যের জবাব দেওয়ায় ধন্যবাদ
ভালো থাকুন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি
খুবই শক্তিশালী শব্দমালা, তাইনা?
আর আরেফীন ভাই, আপনার শাস্তি পাওনা রইলো, এই কবিতা চিনতে না পারায়- ভারতের প্রসঙ্গে- এটি অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা তাই কিন্তু।।।।।
হ্যাপি মাদারস ডে
নতুন মন্তব্য করুন