আলপণায় আঁকা কাল্পনিক পদ্যে
কোথাও কোনো বিরাম চিহ্ন নেই!
শুধু বেঁচে থাকাটাতেই অন্যরকম-
জীবন গদ্যে দাঁড়ি কমা যখন তখন
এখানে ওখানে আশ্চর্য প্রশ্নবোধক।
তবুও কী বিশৃঙ্খলা অলিতে গলিতে!-
সব পাওয়া, চাওয়ার চাকাতলে পিষ্ট;
যে কিছুই না চায়, সে-ই মহাধিরাজ
মসৃণ পদাবলী তার তরেই হয় রচিত।
মন্তব্য
ভালো লেগেছে
'ধন্যবাদ'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
ভালো লাগলো।
ধন্যবাদ।
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
অল্প কথাতেই এত কথা বলা হয়ে যায়!
জীবনটাতো মহাকালের কাছে কতো ছোট! তবুও কতো কিছুই না ঘটে এ ক্ষণিকের জীবন যাপনে...
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন