অবাক হবার কিছু নেই-
আমি এখনো ঠিক সেই আমিটাই আছি।
আমার আমিত্ব বিসর্জনের কালে শুধু ঘূর্ণি, শুধু গহ্বর-
অন্ধকার, নীরব, নির্জন অর্ধরজনী-বিলাসী অবিশ্বাসী-মনন
আর
সজল প্রবণতা হারিয়ে আত্মঘাতী-উড়াল অভিসারী-শরীর;
অথচ,
কোষে কোষে কামাননিনাদ- চঞ্চল, অস্থির এক বিরলতা।
অতঃপর,
শৃঙ্খলাসৃষ্টির শেষ চেষ্টায় রচিত হয় শেকল বাঁধার গান
পরিত্যাগের নির্বাসনে ঘরে ফেরে চিরচেনা শুদ্ধ অভিমান।
মন্তব্য
ভাল লাগল
ধন্যবাদ। ভালো থাকুক সবই।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
কবিতার শিরোনাম অন্যরকম হলে আরো ভালো হতো।
সিরাজুল লিটন
শিরোনাম অন্যরকম হলে ভাবনও অন্যরকম হয়ে যেতো।
ধন্যবাদ। ভালো থাকুক সবই।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
ভালো লাগলো
"অতঃপর,
শৃঙ্খলাসৃষ্টির শেষ চেষ্টায় রচিত হয় শেকল বাঁধার গান
পরিত্যাগের
নির্বাসনে ঘরে ফেরে চিরচেনা শুদ্ধ
অভিমান।"
দারুণ ! ভালো লাগল বেশ ।
তালেব মাষ্টার
নতুন মন্তব্য করুন