ঘুম ঘুম ভাব, অনেক কাজ বাকি
শুয়ে বসে শুধু ভেবে যাই
কত্তো জমানো কাজ! দিচ্ছি ফাকি
করবো করবো বলে তাই
গড়ি পাহাড়, পাদদেশে বসে থাকি
পাইনা চূঁড়া, তবু তাকাই
সময় বলে, পাগল! করেছিস একী!
ব্যস্ত সময়ের পাশ কাটাই
ভুলের সাগরে ডুবি, ভুলচিত্র আঁকি
ভুলের জীবন, ভুলের ছাই।
মন্তব্য
স্বাগতম মৃন্ময়দা!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ধন্যবাদ তারেক। কাল পিয়াল ভাইয়ের কথাতেই আবার আসা। তাকে ধন্যবাদ। এবার থেকে লিখে যাবো। তবে এখন একটু ব্যস্ত। সচলায়তনের জন্য আমার প্রথম কবিতা।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
কি হে, আমাদের বাড়ি কেমন লাগে?
স্বাগতম..
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
বাড়িতে এসেছিলাম অনেক আগেই। কড়াও নেড়েছিলাম। তবে জবাব পাইনি। অপেক্ষায় অপেক্ষায় বিরক্ত হয়ে আবার আসা হয়ে উঠেনি। কাল অমি রহমান সচলায়তনের কথা বললেন। আমি আমার দুৰখের কথা বলি। ইয়াহু আইডি তেমন ব্যবহার করি না তাই ওনার আমন্ত্রণ চিঠি দেখা হয় নাই। কাল দেখলাম। রেজিৰ করলাম। আজ বিকেলে অ্যাক্টিভ হলাম। অতৰপর এই কবিতাখানা লিখলাম। সচল থাকুক সচলায়তন।।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
সুস্বাগতম মৃন্ময় । কবিতার ঝড় তুলুন সচলায়তনে ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ধন্যবাদ হাসান মোরশেদ।
লিখবো। ব্যস্ততা কেটে গেলেই নিয়মিত সচল হবো।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
ভুলের সাগরে ডুবি, ভুলচিত্র আঁকি
ভুল জীবনে উড়াই ভুল ছাই।
শুদ্ধির খোজে আবার হারাই।
অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
কি-বোর্ডে আঙুল নাচান, নাচাতে থাকেন
এইপারে আমাদের স্ক্রিনে যা দেখা যাবে তাকেই কবিতা মানবো আমরা....
ব্যস্ততার বিভ্রান্তিতে অচল হবেন না
সিগনেচার পড়ুন....
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ব্যস্ততা আমায় বিভ্রান্ত করে না
থেমে যেতে মনও সরে না যেতে।
কাব্য দিয়ে গড়বো এক নতুন সাম্রাজ্য।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
স্বাগতম।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
আমার আগমনে স্বাগতমের ধ্বনি শুনি
তবু্ও আমি তো বসে বসে প্রহর গুনি
আসবে একদিন মৃত্যুর স্বাগতম বাণী
আমি মৃত্যুসূধায় জীবনের গান আনি।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
স্বাগতম মৃন্ময়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ মাহবুব।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
If my life is for rent
and I don't learn to buy
Well,
I deserve nothing more than I get
Cuz nothin I have is truly mine
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
"ধূলি উড়ে যায়, দেখা দেয় শব্দরাশি"
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
স্বাগতম!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন