আবহাওয়া যতোই হোক না কেন বৈরী
আমি তো আছিই তৈরী-
আসবি তোরা? আয় তাহলে!
চলে আয় নিয়ে যা আছে তোদের,
দেখে যা আমার আজন্ম প্রস্তুতি-
তোদের আগমনের জন্য সেই কখন থেকে...
যখন লিখতেও শিখিনি,
তখন থেকে শান্ দিচ্ছি কলমখানাকে-
সূঁচালো অগ্রভাগ রক্তপিপাসু আজ।
আসবি তোরা? আয় তাহলে!
রক্তের দাগ মুছে যাবে রক্তে।
২০০৭-০৬-০৭
মন্তব্য
প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
যদিও আকাশ থাকবে মেঘে বৈরী,
কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি।
যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ধন্যবাদ পাঠকদের।
-----------------------
"মাটি খুব শান্ত, খনির ভেতর দাবদাহ"
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন