টানাপোড়নের জীবন

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: শনি, ১৮/০৮/২০০৭ - ১০:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কেন্ এমন কইরা বদলইয়া যায় ভাবনাগুলা?

ঘরের মইধ্যে থাইক্যা কয়-
মন জুড়ে গোটা আকাশ;
গগন-মনন আমার আমি।
আকাশতলে বইল্যা ওঠে-
ঘর যে টানে বড়ো,
আকাশ মোরে ছাড়ো;
ঘরের মায়া যায়না ভোলা!

ঘরবাহিরের টানাপোড়নে
অসীম জ্বালা এই অন্তরে;
প্রার্থনা তাই তাঁহার সনে-
স্থির করো এই মনটারে।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মৃন্ময় আহমেদের সরব উপস্থিতি কামনা করছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।