বৃষ্টি, মেঘেদের অভিমান

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: মঙ্গল, ২১/০৮/২০০৭ - ৪:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি ভালোবাসি মেঘেদের, যারা ভেসে ভেসে বেড়ায়
গন্তব্যহীন তাদের গন্তব্য, পথে তাদের পথ থেমে যায়
মাটির ভেতর দাবদাহ, মেঘেদের ভূমিতে টেনে নামায়
মেঘেরা জল হয়ে যায়, অভিমানে তাদেরও কান্না পায়auto


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

সে যদি দেয় মেঘে মেঘে উত্থান
আমি বৃষ্টিতে,বৃষ্টিতে হবো খানখান...'

কার লাইন যেনো?

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।