এখনো প্রশ্ন জাগে ভুল ছিলো কার

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: বুধ, ০৫/০৯/২০০৭ - ৪:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুয়ে বসে অনেক সময় হয়েছে পার
দাঁত বসিয়ে যাচ্ছে অসভ্য বাস্তবতা
আলস্যে দুর্বল হয়েছে চিত্ত আমার।।

দুঃসময়ের গর্ভে শুয়ে তাই আজ কেঁদে মরি
অলস আমি খোলস ভেঙে বেরিয়ে পড়িঃ-
পাল ছেড়ে দেয় সত্যের খুঁজে এক তরী।।

নাহ, আর নয়! উঠে দাঁড়াতেই হবে
সব মিথ্যের মৃত্যুদন্ডের সময় হয়েছে।।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

বাহ। মিথ্যার মৃত্যুদন্ড...

ভুল সময়ের মর্মাহত বাউল

মৃন্ময় আহমেদ এর ছবি

বিকৃত সময়ে বিকৃত মনোভাবে
বিকৃত মানুষগুলোর রুচি
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।