শুয়ে বসে অনেক সময় হয়েছে পার
দাঁত বসিয়ে যাচ্ছে অসভ্য বাস্তবতা
আলস্যে দুর্বল হয়েছে চিত্ত আমার।।
দুঃসময়ের গর্ভে শুয়ে তাই আজ কেঁদে মরি
অলস আমি খোলস ভেঙে বেরিয়ে পড়িঃ-
পাল ছেড়ে দেয় সত্যের খুঁজে এক তরী।।
নাহ, আর নয়! উঠে দাঁড়াতেই হবে
সব মিথ্যের মৃত্যুদন্ডের সময় হয়েছে।।
মন্তব্য
বাহ। মিথ্যার মৃত্যুদন্ড...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
বিকৃত সময়ে বিকৃত মনোভাবে
বিকৃত মানুষগুলোর রুচি
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন