ধর্ষকের আবির্ভাব

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: বুধ, ১৯/০৯/২০০৭ - ১২:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইচ্ছে করে
ধর্ষণ করি পৃথিবীটাকে
আখমাড়াইয়ের কারখানার ন্যায় তাঁর জাং চেপে,
বড্ড ইচ্ছে করে,
উৎপাদন করি আপন সন্তানদের-
যারা নিষ্ঠুর সেই কষ্টটার টুঁটি চেপে ধরে
মুক্তি দেবে তাঁদের চিরদগ্ধ পিতাকে ।।


মন্তব্য

শ্যাজা এর ছবি

ভালো লাগলো।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

দ্রোহী এর ছবি

করে ফ্যালেন।

কবিতার ভাব চমৎকার হয়েছে।


কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কেমন আছেন মৃন্ময়?

মৃন্ময় আহমেদ এর ছবি

বেশ আছি। সুখ দুঃখ মিলেমিশে একাকার। তবে কেনো জানি না দুঃখের ভাগটা বরাবরই বেশী থাকে। হয়তো আমায় পরশ পাথরের ছোঁয়া দিতে খুব ব্যস্ত এই সময়।।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

মৃন্ময় আহমেদ এর ছবি

ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

সুমন চৌধুরী এর ছবি

ভালো লাগলো।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

মৃন্ময় আহমেদ এর ছবি

ধন্যবাদ সুমন চৌধরী।
______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।