বনে প্রবেশের মুহূর্তে

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: বিষ্যুদ, ২০/০৯/২০০৭ - ৩:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

পাখিরা যাচ্ছে উড়ে
হায়েনাদের দল কাঁদছে
শুনতে পাচ্ছি না সিংহের গর্জন
হয়তো ঘুমাচ্ছে অঘোরে!
কুকুরের মতো মেতে উঠবো চিৎকারে
সিংহ সেজে ঘুমাবো না
ঘুমের আগে যেতে হবে বহুদূর-
পাড়ি দিতে হবে অনেকখানি পথ।


মন্তব্য

তারেক এর ছবি

পড়লাম মৃন্ময়দা। কেমন আছেন?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মৃন্ময় আহমেদ এর ছবি

আছি তো! ভালোই। কেটে যাচ্ছে সময়। ভরসা রেখেছি টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে ।। ভালো আছেন নিশ্চয়।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

শ্যাজা এর ছবি

লিখতে পারলে বেশ হত কিন্তু হচ্ছে না কিছুতেই।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

মৃন্ময় আহমেদ এর ছবি

হাসি
__________________________
বিকৃত সময়ে বিকৃত মনোভাবে
বিকৃত মানুষগুলোর রুচি
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।