১. কান্নার কাছে নিবেদন
কেন তুমি এত দূরে?
কেন তুমি নেই এই দু'চোখে?
কেন তুমি দিচ্ছ আমায় কষ্ট?
কষ্ট দিয়ে দিয়ে করছো আমায় নষ্ট!
নষ্ট হয়ে যাচ্ছি ক্ষয়ে দিনকে দিন;
কত জনায় পায় কত অশ্রুর ঋণ।
ঋণের বোঝায় হয়ে গেছি নত
কতকিছুর দংশন সইছি অবিরত।
অবিরত যাচ্ছি বলে তোমায়...
এখনো তুমি দাওনি দেখা আমায়।
তুমি কেন এত দূরে?
কখন আসবে দু'চোখে?
মুছে যাবে সব কষ্ট
হবো না আমি আর পথভ্রষ্ট।
২. মৃন্ময়, তোমাকে বলছি
যদি ডাকো-
মিনতি ভরা হৃদয়ে যদি ডাকো মোরে
যদি সেই ডাকে ফুটে উঠে আকুতি
যদি ডাকো মোরে-
দূরে ফেলে সব হতাশা-বেদনা
হাসি আর আনন্দকে বুকে ধরে
যদি একান্তই ডাকো মোরে-
দেখা দেবো,
দেখা দেবো তোমার দু'চোখে।।
রচনাঃ ২০০১
মন্তব্য
নষ্ট হয়ে যাচ্ছি ক্ষয়ে দিনকে দিন।
এবারের বইমেলায় কবিতার বই বেরুবে নাকি, কবি?
অন্য প্রসংগে: অনেকদিন আগে করা মন্তব্যের সূত্র ধরে সুমনের কাঁদতে দে গানের লিংকের জন্য সবিশেষ কৃতজ্ঞতা।
গানটা আপনাকে দেবার জন্য হন্যে হয়ে খুঁজছিলাম। দিতে পেরে আমারও বেশ ভালো লেগেছে।
আর আমার কবিতার বই! আগে পুরোদস্তুর কবি হয়ে নিই!
______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
হুম। অন্যরকম।
মানুষে মানুষে ভিন্নতা। লেখায় লেখায় ভিন্নতা। আজ যা বলি, কাল কি আর তা বলি!!
______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
পড়লাম মৃন্ময় ।
----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন