রং বড্ড এলোমেলো

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: শনি, ০৬/১০/২০০৭ - ১২:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন কিছু লিখতে পারছি না
শুরুতেই থমকে যাই- হোঁচট খাই
শুধু অস্বচ্ছ একটা প্রতিচ্ছবি ভাসে
শৈশব কিছু স্মৃতি ফিরে ফিরে আসে..
পিছুপানে তাকানো যে বড্ড কঠিন!!
তবুও...

সাদাকালো রেখাতে ফুটে স্মৃতি
রঙিন স্বপ্নও দেখি সাদাকালোয়!
কষ্টের রঙ শুনি নীল
আনন্দ তাহলে বেনীল!
সব থাকে লাল রক্তের শরীরটাতে
নশ্বর শরীরে শুধু মাটি আর মাটি।।

কন্ঠ ছেড়ে চিৎকার করে বলতে চাই
রঙ-বেরঙের কোন খেলায় আমি নাই
শুধু একটি সময়ের কথা লিখতে চাই
শৈশব চোখের সামনে ভেসে আসে
পিছুপানে তাকানো যে বড্ড কঠিন!!
তবুও...

সাদা কাগজে কালো কালির কালো অক্ষর।
ভাবনাদের কেবল দু'চোখে হানা দেওয়া
অক্ষরদের চোখের জলে ভেসে যাওয়া।

রঙহীন চোখের জল।
আর
রঙ বড্ড এলোমেলো।


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

ভাবনাদের কেবল দু'চোখে হানা দেওয়া
-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

নিঘাত তিথি এর ছবি

-----------------------------------------
--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।