কাফনের পতাকার উত্তোলনের শব্দ শোনা যায়

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: বিষ্যুদ, ১৮/১০/২০০৭ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

থামো,
হে মানব!
প্রকৃতি হেসে ওঠবে না হয়!
তখন লজ্জা ঢাকবে কোথায় বলো?

নিদ্রা আজ আঘাতপ্রাপ্ত
স্বপ্নের দল ক্ষুধার্ত-
পাশ ফিরলেই শিঙ্গায় ফুঁক!
কপাট ভেঙে যাচ্ছে বলে..

মন্দির নিশ্চুপ রয়
মসজিদ নীরব কাঁদে-
প্রার্থনাই আজ ভীষণ ক্লান্ত।
সময়ের রক্তাক্ত রেখা
কবরের পথ দেখায়..
কাফনের পতাকা উড়ে পত্‌পত্‌!

কাফের কাফের বলছো-
কাপুরুষ বলে গলা ফাটাচ্ছো!
আপন কথা ভেবে দেখেছো?
কাফনের পতাকা উড়ছে পত্‌পত্‌!

সময়ের রক্তাক্ত রেখায়
সমাধির মানচিত্র আঁকা
কাফনের শুভ্রতার বার্তা আসছে!

হে মানব!
এ অন্ধ গোয়ার্তুমি
পচে হবে কীটপতঙ্গের আহার
না হয় পুড়ে ছাই হয়ে উড়বে।

মন্দির নিশ্চুপ
মসজিদ নীরব
প্রার্থনা ভীষণ ক্লান্ত।

ক্লান্তির অবসান- মানবতা।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ওহে ভাই। ভীষন বলেছেন। মন প্রীত.....হইছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

প্রার্থণায় ক্লান্তি।

মৃন্ময় আহমেদ এর ছবি

ধন্যবাদ আপনাদের। হাসি
______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।