ভুল করে ভুল পথে যাই!
বুঝি ভাবছো ভুল করে?
বলিহারি যাই আপন ভুল দূরদর্শিতায়
আর তোমাদের অদ্ভুত এই শৈল্পিকতায়!
যদি এমন-ই করে অক্ষরে অক্ষরে
কালো কালো কালিতে রঙিন করি
হাজারদুয়ারী মননের হাজার ঘরের
শিলিং-এ ঝুলে বাধ্যবাধকতার শূলি!
মৌলিকতার জালে আটকে পড়া পাখি
হয়ে কথা বলি আপন মৌলিক সত্ত্বার!
বুঝি পরম বলে কিচ্ছু নাই
ধূলির ধোঁয়ায় ধূলি উড়ে!
মন্তব্য
ঠিকাছে।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
.. তব আজ্ঞা মহাশয়। ধন্যবাদ।
______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
জ্জিও!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
কী আর করবো! এমনি করেই বলবো না হয়
বুঝলে ভালো, না বুঝিলেও দোষ কারো নয়!
______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল
______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
ভালো লাগসে।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ভালো লাগা আমায় যে কখন ছুঁয়ে গেলো বুঝতে পারিনি। কেমন যেনো একটা অনুভূতি।
ধন্যবাদ।
______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
ভাল লাগলো মৃন্ময়দা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ধন্যবাদ। অনেক...
______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
হুম, পরম বলে কিচ্ছু নাই
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন