সামরিক উর্দি ছাড়লেও কি স্বৈরাচারী মনোভাব ছাড়তে পারবেন মোশাররফ ??

রাহা এর ছবি
লিখেছেন রাহা (তারিখ: শনি, ২৪/১১/২০০৭ - ৪:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১৯৯৯ সালে রক্তপাতহীন এক সামরিক অভূত্থানের মধ্যে দিয়ে পাকিস্তানের রাষ্ট্রপতিপদ দখল করেন সেনাপ্রধান মোশাররফ । তারপর বেনজীর এবং নওয়াজ শরীফকে দুর্নীতির অভিযোগে দেশ ছাড়া করেন । ক'দিন আগে দ্বিতীয় মেয়াদে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচন করে জয়লাভ করেন কিন্তু তার বিরুদ্ধে আদলতে ৬ টি রিট আবেদন হয় তার নির্বাচনের বৈধতা নিয়ে । কিন্তু জরুরী অবস্থা জারীর সাথে সাথে মোশাররফ তার নিয়ন্ত্রণে বিচার বিভাগকেও নিয়েছেন । পছন্দ মতন নতুন প্রধান বিচারপতি নিয়োগ করেন । সহজেই তার বিরুদ্ধে রটিগুলো খারিজ হয়ে যায় । যার ফলশ্রুতি মোশাররফের ২য় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়া এখন সময়ের ব্যাপার ।
আর তার মিত্র আমেরিকাকে তিনি কথাও দিয়েছেন যে ২য় দফায় প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেবেন সামরিক উর্দি ছেড়ে । তাই বলা যায় খুব শীঘ্রই আমরা একজন বেসামরিক পারভেজ মোশাররফকে প্রেসিডেন্ট হিসিবে দেখতে পাবো ।
কিন্তু সামরিক উর্দি ছেড়ে দিলেও কি পারভেঝ পারবেন তার স্বৈরাচারী মনোভাব ছাড়তে ??
ক্ষমতার লোভে তিনি উর্দি ছাড়তেও রাজি হয়েছেন তখন বলা যায় ক্মতালিপ্সু এই জেনারেল এর কাছ থেকে কোনভাবেই পাকিস্থানী জনগন কোন গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে না । বরং স্বৈরাচারী পারভেজ মোশাররফ হয়তো জনগনের উপর চাপিয়ে দিবেন নতুন গনতন্ত্র । যা পাকিস্থানের গণতান্ত্রিক যাত্রায় কোন সুফল বয়ে আনবে না । বরং দেশের জঙ্গীদেরই মদদ জোগাবে ।
পাকিস্থান । জন্মলগ্ন থেকেই বারে বারে সেনাশাসনের কবলে । সেদেশে বেশীরভাগ সময়েই ছিল সেনা শাসন । এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে তবে কি মোশাররফ জেনারেল ইয়াহিয়াকে ছাড়িয়ে যাবেন তার স্বেচ্ছাচারিতা দিয়ে ??

আর দুঃখ হয় এই পিছিয়ে পড়া সমারিক শাসন কবলিত, জঙ্গীবাদী পাকিস্থানের উদাহরণ টানে বাংলাদেশের জন্য । পাকিস্থানের ক্ষমতা জিম্মি করে যখন রাজনৈতিক নেতাদের নানারকম দুর্নীতির ফাদে ফেলে রাজনীতিকে পিছিয়া দেয়ার নজীর কোন কোন উচ্চাভিলাষীরা আমাদের বাংলাদেশেও করার স্বপ্ন দেখেন , দুর্নীতি দমনে পাকিস্থানের রেফারেন্স দেয় , তখন স্বভাবতই প্রশ্ন আসে তবে কি ক্ষমতা দখলের স্বপ্নই এসব দুর্নীতিদমনের নেপথ্যে কাজ করে ??


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

এ এক অদ্ভূত রাষ্ট্র জন্মলগ্ন থেকেই । রাষ্ট্রগঠনের পর ৯ বছর চলেছে কোন সংবিধান ছাড়াই ।
না, এখন আর খুব জোর গলায় পাকিস্তানের সমালোচনা করতে দ্বিধাগ্রস্ত হই । নিজেদের অবস্থাই তো তেমন হয়ে দাঁড়াচ্ছে ।
মোশাররফের পরিন্তি খুব সুবিধার মনে হচ্ছে । বড়মিয়ারা ছুঁড়ে ফেলে দিলেই খেল খতম । জান বাঁচাতে ও পারবেনা ।
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মনিটর এর ছবি

এই লেখাটা অন্য এক ব্লগেও পড়েছি মনে হল। ইদানিং সময় দ্রুত চলে যায়, ভুলও হতে পারে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

গত ৩০-৪০ বছরে অর্থাৎ আধুনিক বিশ্বের ইতিহাসে কোনও ফৌজি (উর্দিপরা অর্থাৎভড়ংসহ অথবা ভড়ং ছাড়া) ভালো শাসনের নমুনা কি দেখাতে পেরেছে? ক্যান্টনমেন্টের মেন্টালিটি সমাজে খাটে না - এটা তো জানা কথা।

আর এই পাইক্যা হালায় কয়, গণতন্ত্রের জন্যে নাকি তার চাইতে উপযুক্ত কেউ নাই।
হাসুম না কান্দুম?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

junayed এর ছবি

এইটা হইল অগো উপরে আল্লাহর আজাব বা গজব
৪৭ থেইকা ৭১ পর্যন্ত বাঙ্গালিদের রক্ত খাইছে ওরা।
৭১ এর পরে ধরছে কাশ্মীর
এর পরে ধরল আফগানিস্তান
এখন
আফগানিস্তান আর ইসলামি জঙ্গিবাদির ডর দেখাইয়া আমেরিকার কাছ থেইকা ধুমায়া মাল খাইতেছে।
মুখে ইসলাম (শান্তি)এর নাম
আর অন্তরে কহন কেমনে কার জিনিস মাইরা খাইব এই ধান্দা।
জঙ্গি উপাধি দিয়া নিরিহ পাইক্যাগো আমেরিকার কাছে লাখ লাখ ডলারে বেচে দিতেছে।
আমি মাঝে মাঝে ভাবি আমেরিকা যেদিন টের পাইবো পাইক্যাগো এই কাহিনি তহন ওরা কি করবো।
এইটা আসলে অদের রক্তের দোষ।
সহজ একটা উদাহারন দেই ৭১'এ আমরা এমন একটা ডলা দিলাম তারপরও ওদের কোনো লজ্জা শরম নাই ।
নির্লজ্জের মত ওরা ওদের নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ নিয়া মিথ্যা বলে যাচ্ছে।
আমার মতে আরো ডাবুক পাইক্যা রা দরকার আছে এইটার ।
বাংলাদেশ এ এমন কিছু হবে না কারন আমাদের রক্ত বাঙ্গালির রক্ত এইটা ভিন্ন জিনিস।

রাহা এর ছবি

junayed আপনার মন্তব্যে বেশ মজা পাইছি ।
আসলে আমিও বিশ্বাস করি, বাংলাদেশ এ এমন কিছু হবে না কারন আমাদের রক্ত বাঙ্গালির রক্ত এইটা ভিন্ন জিনিস।

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।