আমাদের উত্তরসূরিদের জন্য রেখে যেতে চাই যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ

রাহা এর ছবি
লিখেছেন রাহা (তারিখ: শুক্র, ৩০/১১/২০০৭ - ৫:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের উত্তরসূরিদের জন্য রেখে যেতে চাই যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ । তাই আসুন সবার আগে , সবকিছুর আগে চাই যুদ্ধাপরাধীদের বিচার।
যুদ্ধাপরাধ শাস্তিযোগ্য অপরাধ, সেই বিচারের ব্যাপারে সোচ্চার হোন । মানবতা, সভ্যতার এবং দেশের প্রতি অপরাধের বিচারের জন্য হ্যা বলুন ।
আপনাদের সবার সর্মথন প্রত্যাশা করছি ।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

সমর্থন তো আছেই ।
দেশের বাইরে থেকে বাস্তব কোন সহযোগীতা সম্ভব হলে জানাবেন ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরশাদ রহমান এর ছবি

অবশ্যই সমর্থন আছে এবং থাকবে। যে যেভাবে পারি কাজ করে যাব। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে হবে।

অনল এর ছবি

পোস্টারটা কি আপনার ডিজাইন? জটিল হইছে । এটা কোথায় পাব ??

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।