এখন এখানেই..(প্রতিদিনের কবিতার কাগজ)
এখন এখানেই!! এক টাকায় কবিতা ।
প্রতিদিন আপনি পাবেন একটাকায় 'প্রতিদিনের একটাকায় কবিতা- এখন এখানেই..'
বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল শিক্ষার্থীদের একটি নতুন প্রয়াস । সম্ভবত প্রথম , প্রতিদিন কবিতার কাগজ । সস্তা নিউজ প্রিন্টে এই তরুণেরা পাঠকের হাতে তুলে দিতে চায় মাত্র একটাকায় প্রতিদিনের কবিতাপত্র ।এখন এখানেই.. শিরোনামে এই কবিতাপত্রটি গত নম্ভেবরের প্রথম সপ্তাহ থেকে প্রকাশিত হচ্ছে । তবে প্রথম দিকে ফটোকপি করে পত্রিকাটি চললেও এখন এটি প্রেসে ঝকঝকে ছাপানো কাগজ । কবিতার সাথে থাকছে ইলাস্ট্রেশন ।আর পাওয়া যাচ্ছে মুধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইব্রাহিমের দোকান বটতলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা হল ক্যান্টিন বুয়েট আর লিটলম্যাগ প্রাঙ্গন, ৭৯ আজিজ সুপার মার্কেট, শাহবাগ । কবিতার এই কাগজের যোগাযোগের কয়েকটি সেল নম্বর আছে, ০১১৯০১১৪৮০০,০১৭১২৫২৪৬০৯,০১৮১৯৪৫৭৮৭২ ।
আর ই-মেইল:
কবি, কবিতাপ্রেমী সবার জন্যই এই কবিতার কাগজ । আগ্রহীরা যোগাযোগ করতে পারেন উপরের ঠিকানা গুলোতে । এমনকি আপনি এই কাগজের গ্রাহকও হতে পারেন । গ্রাহক হলে কাগজ পৌছেঁ যাবে আপনার ঠিকানায় ।
ইতিমধ্যেই এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে ।
মন্তব্য
ভাই আপনিই কি সম্পাদক ?? আমার একটা কবিতা ছাপাইবেন?
রাহা,
একটু রিভিউ টাইপের দিন প্লীজ। নইলে কেমন বিজ্ঞাপন বিজ্ঞাপন শোনাচ্ছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মনে হচ্ছে এটি ্কটি ভােলা উেদ্দাগ। আিম কয়েকটি সংখ্যা পেয়েিছ। তবে ওদের আরো একটু সময়োপযোগী কবিতা প্রয়োজন। স্বধুবাদ..............
রিভিউ করতে পারতেন । @রাহা ।
দুয়েক কপি কি স্ক্যান করে দেয়া যায় ? দেখতে সুবিধা হতো ।
আর মুর্শেদকে বলছি , শোনালই বা কিছু বিজ্ঞাপন টাইপের ।
ভালো জিনিষের জন্য আমাদের প্লাটফরম ব্যবহার করে যদি কেউ উপকৃত হয় , হোক না একটু ।
ভাই, আমি সম তো দূরে থাক পাদকও না , আর বিজ্ঞাপন এর মতোন হয়েছে শুনে খুব ভালো লাগল (হেহে) উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাচ্ছি । ইদানিং সবাই যেহারে কপিরাইটার হয়ে যাচ্ছে তাতে যদি আমিও........
ধন্যবাদ আপনাদের । আসলে ক্যাম্পাসের কিছু পোলাপাইনকে এই কাজটি করতে দেখে মনে হলো কবি আর কবিতাপ্রেমীদের সাথে শেয়ার করি, আর রিভিউ?? ওটা আমার কর্ম নয় কোন লেখক কবি সাহিত্যিক করবে 'ক্ষন ।
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
নতুন মন্তব্য করুন