এখন এখানেই.. (প্রতিদিনের কবিতার কাগজ)

রাহা এর ছবি
লিখেছেন রাহা (তারিখ: বুধ, ২৬/১২/২০০৭ - ১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখন এখানেই..(প্রতিদিনের কবিতার কাগজ)
এখন এখানেই!! এক টাকায় কবিতা ।
প্রতিদিন আপনি পাবেন একটাকায় 'প্রতিদিনের একটাকায় কবিতা- এখন এখানেই..'
বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল শিক্ষার্থীদের একটি নতুন প্রয়াস । সম্ভবত প্রথম , প্রতিদিন কবিতার কাগজ । সস্তা নিউজ প্রিন্টে এই তরুণেরা পাঠকের হাতে তুলে দিতে চায় মাত্র একটাকায় প্রতিদিনের কবিতাপত্র ।এখন এখানেই.. শিরোনামে এই কবিতাপত্রটি গত নম্ভেবরের প্রথম সপ্তাহ থেকে প্রকাশিত হচ্ছে । তবে প্রথম দিকে ফটোকপি করে পত্রিকাটি চললেও এখন এটি প্রেসে ঝকঝকে ছাপানো কাগজ । কবিতার সাথে থাকছে ইলাস্ট্রেশন ।আর পাওয়া যাচ্ছে মুধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইব্রাহিমের দোকান বটতলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা হল ক্যান্টিন বুয়েট আর লিটলম্যাগ প্রাঙ্গন, ৭৯ আজিজ সুপার মার্কেট, শাহবাগ । কবিতার এই কাগজের যোগাযোগের কয়েকটি সেল নম্বর আছে, ০১১৯০১১৪৮০০,০১৭১২৫২৪৬০৯,০১৮১৯৪৫৭৮৭২ ।
আর ই-মেইল:
কবি, কবিতাপ্রেমী সবার জন্যই এই কবিতার কাগজ । আগ্রহীরা যোগাযোগ করতে পারেন উপরের ঠিকানা গুলোতে । এমনকি আপনি এই কাগজের গ্রাহকও হতে পারেন । গ্রাহক হলে কাগজ পৌছেঁ যাবে আপনার ঠিকানায় ।
ইতিমধ্যেই এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে ।


মন্তব্য

অনিন্দ্য এর ছবি

ভাই আপনিই কি সম্পাদক ?? আমার একটা কবিতা ছাপাইবেন?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রাহা,
একটু রিভিউ টাইপের দিন প্লীজ। নইলে কেমন বিজ্ঞাপন বিজ্ঞাপন শোনাচ্ছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তরিক রহমান এর ছবি

মনে হচ্ছে এটি ্কটি ভােলা উেদ্দাগ। আিম কয়েকটি সংখ্যা পেয়েিছ। তবে ওদের আরো একটু সময়োপযোগী কবিতা প্রয়োজন। স্বধুবাদ..............

আরিফ জেবতিক এর ছবি

রিভিউ করতে পারতেন । @রাহা ।
দুয়েক কপি কি স্ক্যান করে দেয়া যায় ? দেখতে সুবিধা হতো ।

আর মুর্শেদকে বলছি , শোনালই বা কিছু বিজ্ঞাপন টাইপের ।
ভালো জিনিষের জন্য আমাদের প্লাটফরম ব্যবহার করে যদি কেউ উপকৃত হয় , হোক না একটু ।

রাহা এর ছবি

ভাই, আমি সম তো দূরে থাক পাদকও না , আর বিজ্ঞাপন এর মতোন হয়েছে শুনে খুব ভালো লাগল (হেহে) উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাচ্ছি । ইদানিং সবাই যেহারে কপিরাইটার হয়ে যাচ্ছে তাতে যদি আমিও........
ধন্যবাদ আপনাদের । আসলে ক্যাম্পাসের কিছু পোলাপাইনকে এই কাজটি করতে দেখে মনে হলো কবি আর কবিতাপ্রেমীদের সাথে শেয়ার করি, আর রিভিউ?? ওটা আমার কর্ম নয় কোন লেখক কবি সাহিত্যিক করবে 'ক্ষন ।

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।