ফ্ল্যাশব্যাক, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের চলচ্চিত্র বিষয়ক একটি নিয়মিত প্রকাশনা । দেশে চলচ্চিত্রপ্রেমীদের বেশ কয়েকটি প্রকাশনা থাকলেও কেবলমাত্র "ফ্ল্যাশব্যাক"-ই নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে ।
ফ্ল্যাশব্যাক এর ১১তম বর্ষের ১ম সংখ্যা প্রকাশিত হয়েছে ২৮ ডিসেম্বর ২০০৭ । ২৮ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বিশ্বের প্রথম চলচ্চিত্র প্রদর্শন দিবস হিসেবে পালন করে আসছে ২০০২ সাল থেকে ।
দূরপ্রাচ্যের চলচ্চিত্রকথা এবারের বিষয় আর সাথে ডক্রোড়পত্র হিসেবে আছে ডিজিটাল মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ । দূরপ্রাচ্যের চলচ্চিত্রকথায় এবারে এসেছেঃ
১.জাপানী চলচ্চিত্র
২.তাইওয়ানের চলচ্চিত্র
৩.চীনের চলচ্চিত্র
৪.হংকয়ের চলচ্চিত্র
৫.কোরিয়ার চলচ্চিত্র
আর বিশ্ব চলচ্চিত্রের দিকপাল বার্গম্যান আর আর আন্তনিওনির প্রয়ানে প্রকাশিত হয়েছে তাদের শ্রদ্ধাঞ্জলী জানিয়ে দুইটি লেখা ।
পাওয়া যাচ্ছে আজিজ সুপার মার্কেটের বইয়ের দোকানে এবং ২য় তলায় কিংবদন্তীতে ।
মন্তব্য
ধন্যবাদ লেখার পাঠকদের.....
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
নতুন মন্তব্য করুন