জয়তু মানবেন্দ্র দেবনাথঃ গাড়ি পোড়ানোর মামলায় আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রকে বুধবার কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। ৫১ নম্বর মামলায় জামিনে মুক্তি পেয়ে বুধবার সকাল ১১ টা ১৬ মিনিটে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন। কারামুক্ত ছাত্ররা হচ্ছেন মানবেন্দ্র দেব, জাহিদুল ইসলাম বিপ্লব, রফিকুল ইসলাম সুজন, দীন ইসলাম এবং দীন ইসলাম অ্যাঞ্জেল।
[সংবাদসূত্রঃ বিডিনিউজ]
গতকাল সন্ধ্যায় অনেকদিনপর ক্যাম্পাসে অনেকক্ষণ । কারাবন্দী শিক্ষকরা শহীদমিনারে এলন, তারা চলে গেলেন । তারপরও অপেক্ষায় থাকলাম, আরেকটু পরই আসছে, আসবে শিক্ষার্থীরা । কিন্তু অবশেষে এলো না । যাক আজ মানব সহ ৫ জন কে মুক্তি দেয়া হয়েছে । আমাদের প্রত্যাশা বাকিদেরও শীঘ্রই মুক্তি দেয়া হবে । জয়তু মানব, অন্যায়ের প্রতিবাদে দৃঢ়তার জন্য ।
মন্তব্য
বাকিদের কী অবস্থা?
কবে বের হবে?
.
বিচার আর ক্ষমার এই প্রহসন আর কতো?
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বিচারের নামে প্রহসন বন্ধ হউক। তবে ফুলের মালা জিনিসটা এড়িয়ে যাওয়া উচিত। মামলা খেয়ে হিরো হয়ে গেলে প্রবলেম। ভবিষ্যতে এরাই দেখা যাবে দুর্ণীতির রাজনীতিতে নামবে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
নতুন মন্তব্য করুন