সচলায়তন খুলে প্রতিদিন বসে থাকি; মাথা ফাকা ফাকা লাগে কি-বোর্ডে হাত থেমে যায় .. কি লিখি ?? অনেকটা কি লিখি তোমায় ...টাইপের?
শৈশব পেরিয়ে কৈশোরের মাঝামাঝি এসে যেমন হয় ... সুন্দর ফাউন্টেইন পেন হাতে অফসেট কাগজ নিয়ে টেবিলে বসে থাকা.... কি লিখি তোমায় ??
... প্রেমে পড়েছি বহুবার কিন্তু শৈশবের প্রথম প্রেমই মনেহয় শ্রেষ্ঠ প্রেম । অবশ্য তখন প্রেম কি বুঝি না, ভালোবাসাও আধো আধো বুঝি সেই আধো আধো ভালোবাসা আজো দোলা দিয়ে যায়.. অবশ্য যৌবনে এসে যখন প্রথম শুনলাম শৈবব কিংবা কৈশোরের অনুভূতিকে ইনফাচুয়েশন বলে তখন খুব কষ্ট পেয়েছিলাম । মন মানতে নারাজ... আমিও মানতে নারাজ ।
আমার শৈব প্রেম দীর্ঘদিন পর্যন্ত ছিল.. স্কুলের শেষদিক পর্যন্ত বলা যায় । তবে সবথেকে মজার বিষয় হচ্ছে কেউ কাউকে কোনদিন বলা হয়ে উঠেনি... ঠিক আজ অবধি না... অবশ্য এখন তো প্রশ্নই আসে না ।
বয়স বাড়ার সাথে সাথে, সময় বাড়ার সাথে যখন মনে হচিছল বলা কওয়ার সময় চলে আসছে ... ঠিক তখনই ঘটল ঘটনা , বিচ্ছেদ । তিনি চলে যাবেন... আমার মফস্বল শহর ছেড়ে তিনি চলে গেলেন .. আমায় ফেলে রেখে ....
(সময় কম তাই এখানে শেষ... তবে কিরা কেটে বলছি এই লেখা আর কোথাও নয় শুধুমাত্র সচলায়তনের জন্যই।)
মন্তব্য
আপনার মতই সবার জীবনে কি এরকম কেঊ থাকে যাকে অনেক কথা বলার ছিলো কিন্তু বলা হয়ে ঊঠে না।
অথচ তখন বললে হয়তো জীবনটা অন্যরকম হতো।
--------------------------------------------------
রাতুল
তিনি চলে যাবেন... আমার মফস্বল শহর ছেড়ে তিনি চলে গেলেন .. আমায় ফেলে রেখে ....----------------- তিনি চলে গেছেন কিন্তু তোমার তো দেখি অভ্যাস একটুও বদলায়নাই.................
রাকিব হাসনাত সুমন
'আমার জীবনে প্রেমের বাণ, আপনি বললেন, অ্যান্টিসেপ্টিক আন!' @সুমন
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
ভিন্ন ভিন্ন আমরা কম বেশি একই ধরণের শৈশব পেছনে ফেলে আসি।
স্কুল লাইফে আমারো এমন কাহিনী।জানতাম দুজনই।কিন্তু জানাতাম না কেউ কাউকে।
সেদিনকার সেই মোহ কৈশোরের কোন ভাঁজে যত্ন করে ফেলে এসেছি।ডায়রীর এক কোণে তার নাম লিখে আর আগের মত করে লজ্জায় কলম ঘষে ঘষে কেটে দেইনা।হঠাৎ হঠাৎ এখনো যখন দেখা হয় কিছুক্ষণের জন্য অপ্রস্তুত হয়ে যাই।তবু ভাবতে ভাল লাগে আজো,হয়তোবা অপ্রস্তুত হতেও...
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
বুকের মধ্যে আস্ত একটা নদী নিয়ে ঘুরি
---------------------------------
বাঁইচ্যা আছি
হ্যারে ভাই সেসব দিন কি আর পাওয়া যাবে..... আর কোন দিন ফিরে আসবে ?? আসে না... তবু সবাই প্রতীক্ষায় থাকে সেই সব স্বপ্নমাখা দিন গুলো ফিরে পাওয়ার জন্য ...
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
- এবং তিনি চলে গেলেন!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন