একুশে টিভিতে লাইভ ফুনো কনসার্ট চলছে । আজকের অতিথি ব্যান্ড অর্থহীন । হঠাৎ ই দেখতে শুরু করলাম । একটা পরিচিত গান গেয়ে চলছে... তুমি কি এখনও আগের মতো স্বপ্ন দেখো?? গান আমার বেশ পচ্ছেন্দের যতোদূর জানতাম.. সুমনের গাওয়া.. কিন্তু একটা অপরিচিত ছেলে গেয়ে যাচ্ছে... কিছুক্ষণ পর নিশ্চিত হলাম সেই অপরিচিত ছেলেটার নামই সুমন.... আকাশ থেকে পড়লাম.. সুমন এমন চেহারা??? এদেখি আদনান সামির আরেক ভার্সন । সুমন যখন ওয়ারফেজে ছিল... তখনকার চেহারাটাই আমার চেনা... মনে আছে একটা কনসার্টে (মুখতার আহমেত স্যারের জন্য একটা কনসার্ট করেছিলাম ১৯৯৮ এ, সে এক বিরাট অভিজ্ঞতা । সুমনের সাথে খানিকটা দেখা আর কথা হয়েছিল । তখন আমরা ওয়ারফেজ এর বিরাট ফ্যান ।ওয়ারফেজ ওই কনসার্টটা ফ্রি করেদিয়েছিল তারাও নটরডেমিয়ান ছিল বলে ।) তাকে দেখেছিলাম কাছ থেকে । আর এই সুমন ? ঠিক আদনান সামির বর্তমান ভার্সন । যাই হোক, ফুনো কনসার্টে কিছুক্ষণ পর পর বিভিন্ন ভক্তের ফোন আসছে.... হ্যালো সুমন একচুয়্যালি আমি আপনার গ্রেট ফ্যান, প্লিজ ...ওই গান একটু শোনান না.. রিয়েল আমি ভ্যারি মাচ লাইক করি... । ভাবলাম এটা কোন বাংলিশ হবে,... উপস্থাপিকা কষ্ট করে বাংলা বলছে তুলনামুলক কম ইংরেজি প্রয়োগ করে । আবার পরের ফোন আসল .. তিনি দেখলাম বাংলা বলতে দিয়ে গলার ভিতর থেকে তিন আলিফ টান দিয়ে কেমন বিচিত্র উচ্চারণে কথা বলছে... কি আশ্চর্য মানুষ কি বাংলা বলতে ভুলে যাচ্ছে নাকি ??
মেজাজটাই খারাপ হয়ে গেল ।
মন্তব্য
ওরা যে কি ভুলে যাচ্ছে কি-ই বা মনে রাখছে, কি যে একটা লাইফস্টাইল তৈরি করে নিয়েছে ওরাই জানে, আমার খুবই পরিচিত কিছু লোক যারা একসময় মনের সুখে যাইতাসি খাইতাসি করে আড্ডা দিত, একটা সময় পরে আমাদের মহল থেকে বাসার জায়গা পরিবর্তন, পড়াশোনা যে কারনেই হোক এরা বিচ্যুত হয়ে গিয়েছিল, অনেকদিন পর এদের রকমসকম দেখে আর এদের মুখে বাংলিশ শুনে আমি অনেক দুঃখ পেয়েছি ।
- খেকশিয়াল
এগুলো বেহুদা ভাব।
এইগুলারে উপ্তা কইরা ধইরা ————— দিলেই সব রোগ সাইরা যাইবো।
কি মাঝি? ডরাইলা?
বদ্দা বলছিল - এগুলারে লাইনে দাড় করায়ে থ্রি স্টুজেশ স্টাইলে থাপড়ানো দরকার ।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ধন্যবাদ.... এখন ঠিক আছে তো !!!
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
ঠিক করে দিয়েছি কিন্তু.. ধন্যবাদ ।
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
আমিও সুমন। বাট নট লাইক দ্যাট। বিকজ আই ডোন্ট নো ইংরেজী এনাফ এন্ড কোশ্চেন হলো তুমিও আজকাল এগুলো শুনো নাকি । (বাংলিশের বিরুদ্ধে এ দুই লাইন আসলে আমার প্রতিবাদ)।
শুক্রবারে এনটিভি তে একটা গান বিষয়ক অনুষ্ঠান হয় "মিউজিক জ্যামজ্"। তিশমা হল উপস্থাপিকা। আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়েছিল যখন বাংলিশ স্টাইলে ওর কথা বলা শুনলাম, কিছুটা কষ্ট ও হয়েছিল বটে। আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজির আধিক্য অস্বীকার করার উপায় নেই, কিন্তু তাই বলে, "আপনারা এই গান টা লিস্ ন করবেন" অথবা "এই ভিডিও টা ওয়াচ করবেন" মার্কা কথা শুনলে যে কারোরই মেজাজ আসমানে ওঠার কথা। আমি হয়ত উদাহরন গুলো ঠিকমত দিতে পারলাম না, সম্ভব ও নয় আমার পক্ষে। অনুষ্ঠান টা দেখলে বুঝতে পারবেন আপনারা। বিকৃতি যে কত প্রকার ও কি কি হতে পারে, তার একটা সম্যক ধারনা হয়ে যাবে।
অতন্দ্র প্রহরী
তিশমারটা তাও ক্ষমা করা যায় কারণ ও তো বাংলা শিখেছেই এই কয়েকদিন হল।
কিন্তু অন্যদের ক্ষেত্রে তো বলা যায় নিজের উপর আত্মবিশ্বাসের অভাব। যেই আত্মবিশ্বাস দেখায় সেটা মেকি। তাই নিজের অক্ষমতা/দীনতা ঢাকার জন্য ভুল করে ঐসব সার্কাস মার্কা ভাষা বলে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
আসলে সমস্যাটা বোধহয় এখানে নয়.. আরো গভীরে । শামীম আপনার সাথে একমত.. একরকম আত্ম বিশ্বাসের অভাব তো আছেই ... কিভাবে কথা বললে আমাকে স্মার্ট লাভবে... সেই বোধেও ঘাটতি । আমার তো ভীষণ ভয়ই লাগে যখন কোন মায়ের আক্ষেপ শুনি.. আমার বাচ্চাটা একদম বাংলা পড়তে পারে না... কিংবা বলতে জানে না... অর্থ বোঝে না এমন কথা আক্ষেপের সূরে বললেও আসলে সে কিন্তু বড়াই করেই বলে । এর কারণ আসলে অশিক্ষা ছাড়া আর কিছুই নয় । শিক্ষার অভাবেই এমন সামাজিক বিপর্যয় ঘটেছে.. এইধরনের মায়েদের সংখ্যা কিন্তু কম নয় !!
আর জাতিগত ভাবে আমাদের অনুকরণ করার রীতি তো আছেই .. এই ঘাটতি গুলো.. বাংলা না পারা, ২১ ফেব্রুয়ারি সম্পের্কে না জানা প্রজন্ম কিন্তু আসছে.. ইশ্বরই জানে সেদিন আমাদের কি হবে ।
তবে আশার কথা বাঙালি চাইনিজ খাওয়ার প্রেম কিংবা ইংলিশ মিডিয়ামের প্রেম আস্তে আস্তে কমছে.. আশা করি বর্তমান প্রজন্মের শিক্ষিত বাবা মা রা তাদের সন্তানদের এমন শিকড়হীন পরগাছা বানাবেন না । রাষ্ট্রীয় পর্যায় থেকে শুধু একটি উদ্যোগই দরকার বাংরা মাধ্যমের স্কুল গুলোতে বালো শিক্ষাদানের ব্যবস্থা করা ।
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
আরো একটা আছে, চ্যানেল ওয়ানে "মিউজিক ট্রেন" অথবা "muzik muzik" এই টাইপের কোন নাম। উপস্থাপক দুজন উপস্থাপনা করে সোফাতে শুয়ে পা তুলে দিয়ে। আর ওরা বাংলা না ইংরেজী কি বলে সেটা বুঝতে হলে আবার প্লেগ্রুপে ভর্তি হতে ইচ্ছে করে।
উদ্ধৃতি:
দ্রোহী ভাই এক্কেবারে খাঁটি কথাটা বলেছেন।
------------------
কুচ্ছিত হাঁসের ছানা
নতুন মন্তব্য করুন