একজন পুরুষ=দুইজন নারী নাকি একজন জেনারেল এর ক্ষমতালিপ্সা=দুইজন গনতান্ত্রিক সরকার প্রধানের কারবরণ

রাহা এর ছবি
লিখেছেন রাহা (তারিখ: রবি, ১৩/০৪/২০০৮ - ১:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেশে হঠাৎ কিছু মানুষ দাড়িটুপি পড়ে রাস্তায় নেমে গেল ।
বাংলাদেশের মানুষ যতো না ধার্মিক তার চেয়ে বেশী ধর্মভীরু । তাই টুপি দাড়ি পড়া লোক দেখলেই সমীহ করে । যেমন সমীহ করে জলপাই রঙ-এর পোষাক দেখলে । সেই ভয়কে ব্যবহার করে কিছু মানুষ সবসময় ক্ষমতা দখল করতে চায় । সাধারণ মানুষ ভয় পায় কিন্তু ভালোবাসে না শ্রদ্ধা তো করেই না ।

টুপি দাড়ির লেবাস ওয়ালা লোকেরা বলছে একজন পুরুষ=দুইজন নারী, কোরান এর আইন !!! যে যুগে নারী স্রেফ ভোগ্যপণ্যছিল, যৌনদাস ছিল সেসময় নারীকে যে অধিকার দেয়া হয়েছিল সেছিল পৌত্তলিক যুগে । সেসময় ও মৌলবাদীরা এ বিষয়ে নারাজ ছিল । এর এট বিংশ শতাব্দি । সেখানে এমন আব্দার কিছু প্রশ্নজনক ?? তবে কি এই বিক্ষোভ এর পিছনে আর কোন শক্তিধরদের মদদ আছে ??

একটি হাস্যকর দাবীকে নিয়ে কিছু অন্ধ মানুষ যখন ভাংচুর করে, সরকারী অস্ত্র লুট করে তখন সরকারের নিরবতা মানুষকে বিভ্রান্ত করে । তবে এর পিছনে সরকারেরই মদদ আছে ??

নাকি কোন জেনারেল ক্ষমতার খায়েশ??


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সুমনের গানের সাথে মিলিয়ে বলতে ইচ্ছে করে,
চেনা জিপ, চেনা রেল
চেনা চেনা জেনারেল
চেনা বাণী, চেনা সুর
চেনা মুড়ি, চেনা গুড়
চেনা বাটি, চেনা পায়েস
চেনা জেনারেলের খায়েশ!

মৃদুল আহমেদ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দুর্দান্ত বলেছেন!

আপনার মন্তব্যে প্রতিমন্তব্য করতেই লগ-ইন করলাম।
আরেকটা কথা: আপনার ছড়া পাচ্ছি না কেন?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।