• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

সমযকে আমরা উল্টো পথে হেটে যেতে দেখছি !!

রাহা এর ছবি
লিখেছেন রাহা (তারিখ: বিষ্যুদ, ০৬/০৯/২০০৭ - ১১:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কবি তারিক সুজাত এর কবিতার একটি লাইন-
'সময়কে আমি উল্টো পথে হেটে যেতে দেখেছি ।'
আর আমি-আমরা দেখছি আমাদের এসময়কে উল্টো পথে হেটে যেতে । কি আশ্চর্য , আমরা কত সহজে মানিয়ে নিচ্ছি । যেন এমনই হবার কথা ছিল , তাই তো হচ্ছে !!
আমরা মুক হয়ে গেছি । আমাদের বোধ আজ শূন্য , মগজে মননে কারফিউ, চোখে পাথরের বাটি ।তাই বিস্মিত হবার বদলে আমরা খুব স্বাভাবিক আচরণ করি । ক্ষোভ অজানা ভয়ের অন্তরালে মিইয়ে যায় , সংযমী হবার ভান করে ক্রোধ কমাই । কেননা আমাদের যে কোথা ও যাবার নেই । অভয় দেবার কেউ নেই ।
এমন ক্রান্তিকাল আমাদের আর কতবার পেরুতে হবে কিংবা আমরা কি আসলেই পেরুতে পারব ?? আমি বড্ড হতাশাবাদী, নৈরাজ্য আর নৈরাশ্য আমার অলংকার । কিন্তু তারপর্ও এই বিষয়ে কেন জানি আমি আশাবাদী হই । একদিন না একদিন......!!! আমরা পারবই ।
নইলে আমরা ঋণী রয়ে যাব আজীবন । আমরা ঋণখেলাপী থাকতে চাই না , বিশ্বব্যাংক কিংবা ইতিহাসের কাছে ।এই ঋণের বোঝা আমাদের ক্রমাগত নুইয়ে দিচ্ছে ; আমরা আর কারো কাছে মাথা নত করতে চাই না।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।