এই ব্লগেই হয়তো আছেন দু-চারজন যারা যেকোন সময়ের চেয়ে এখন খুব স্বস্তিবোধ করছেন । কেননা এখন রাজনীতির কুলষতা নেই , রাজনীতিবিদদের মিথ্যাচার নেই , তাই তারা খুশি । শান্তিতে বাক-বাকুম । সেনাবন্দনায় দিবানীশি ।
কিন্তু অতীতের ইতিহাস তো সাক্ষ্য দেয় সেনাবাহিনীর স্বেচ্ছাচারিতার !! সাথে সাথেই নরসুন্দরদের কঠোর প্রতিবাদ , না । দেশের সেনাবাহিনী কঠিন দেশ প্রেমিক । অতীতের দু-একজন ক্ষমতা লিপ্সু জেনারেল এর দায় পুরো সেনাবাহিনীর নয় । দেশের মুক্তিযুদ্ধে সেনাবাহিনী প্রত্যক্ষভাবে অংশগ্রহন করেছে । সবাই সমস্বরে মাথা নাড়ি আর বলি তা ঠিক তা ঠিক । কিন্তু কি ঠিক ?? দেশের সকল পেশাজীবি ছাত্র-জনতার সাথে কিছু সেনা সদস্যও দেশমাতৃকার মুক্ত করতে যুক্ত হয়েছিল । আর তৎকালিন পাকিস্তান সেনাশাসক আর তার সেনাবাহিনীর সাথেই যুদ্ধ করেছে । বরং বাঙালি সকল সেনাসদস্য ১৯৭১ এর গৌরবের সাথে যুক্ত হয়নি । তারা তাদের চাকরী বাচাতে ব্যস্তছিল ।তাই আপামার জনতার সাথে তাদের অংশগ্রহন কেন আলাদা ভাবে উল্লেখ করতে হবে ?? বরং হোম এরশাদ এর মতন সাহসী সেনারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহন না করে চাকরী বাচাতে ব্যস্ত ছিল তাদের দেশপ্রেম কোন দেশের জন্য ছিল ??
১৯৭৫ পরবর্তী সময়েই তাদের দেশপ্রেমের স্বরুপ বেরিয়ে আসতে থাকে । বাংলাদেশের অভূ্যদয় বিরোধী গোআ রা আবার এদেশের সম্মানিত নাগরিক বনে যায় । শুধু তাতেই ক্ষান্ত নয় তাদের রাজনীতিতে পুর্নবাসন এমনকি রাষ্ট্রের ক্ষৎনা করে তারা আমাদের মুসলমান বানায় । যেমন ১৯৭১ এ দেশপ্রেমিক পাকিস্তানি সেনাবাহিনী মুক্তিকামী বাঙালির হিন্দুত্ব কাটাতে বাংলার মা-বোনদের উদোরে ইসলামের বীজ বুনে যায় ।
কিন্তু সেই দু-চারজন ক্ষমতা লিপ্সু জেনারেল দায় যেমন সেনাবাহিনী নিতে আগ্রহী নয় বরং অতীতের সকল জেনারেলদের ক্ষমতা লিপ্সুতার প্রতি তাদের বেশী আগ্রহ । একটি স্বাধীনদেশের সেনাপতিরা বারে বারে ফিরে গেছে আইয়ুব ইয়াহিয়াদের আদর্শ ধারণ করতে । তার ব্যতয় জিয়া-এরশাদ নয় । হয়তো মইন ও নয় । তাদের সেই পথই তাদের হাতছানি দেয় ।
প্রতিবার আইয়ুবশাহী থেকে শুরু করে আজকের মইন - সবাই এসেছে জাতির ত্রাণকর্তা হিসেবে । এসেই গণতন্ত্র আর রাজনীতির সংস্কারে নেমেছে । আমাদের বারে বারে নতুন রকমের নানারকম গনতন্ত্র দিয়েছে ।
যদি সেনাপতিদের ক্ষমতা লিপ্সুতা পুরো সেনাবহিনীর না হয় তবে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের দায় কেন পুরো রাজনীতির কাধেঁ চাপবে ?? মোটেই সেই দায় আমাদের রাজনীতির নয় । কিন্তু জেনারেলরা বারে বারে রাজনীতিকে দোষ করতে আগ্রহী ।যা অতীতে হয়েছে ;এখনও হচ্ছে । দুর্নীতির দায়ে তাদের বিচার হবে কিন্তু ক্ষমতার অপব্যবহারের জন্য সেই জেনারেলদের কেন বিচার হয় না ??
মন্তব্য
কোন ক্ষেত্রেই কোন সমষ্ঠিগত অপরাধের দায় সেই গোষ্ঠি বা পেশাজীবিরা এড়াতে পারবেন না।কথাটা সেনাবাহিনীর ক্ষেত্রে এবং পলিটিশিয়ানদের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।
সচল হ্ওয়ার জন্য অভিনন্দন@রাহা।
আরিফ ভাইয়ের সাথে একমত ,,, বিশেষ করে ইনস্টিটিউশনকে প্রতিনিধিতৃকরা সেনাপ্রধান বা রাজনৈতিক টপ নেতারা যখন নোংরামি প্রদর্শন করে তখন সেটা ইনস্টিটিউশনের বর্তমান রূপকে প্রশ্নবিদ্ধ করে ,, উল্লেখ্য এটা কখনই না যে ইনস্টিটিউশন, যেমন রাজনীতি বা প্রতিরক্ষা ব্যাপারটাই খারাপ ,,,বরং তখন এগুলোকে ঢেলে সাজানোর প্রয়োজন দেখা দেয়
বাংলদেশের যেসব সেনারা ৭১ এ দেশের হয়ে যুদ্ধ করেছেন তাদের অবদানকে খাটো করে দেখার অবকাশ নাই ,,, বরং বিরাট রিস্ক নিয়ে তারা যুদ্ধ করেছে ,,, ধরুন, বাংলাদেশ যদি স্বাধীন না হইত তাহলে কিন্তু সাধারন জনগন একটা সাধারণ ক্ষমা পাইত হয়তবা, কিন্তু আর্মির যারা যুদ্ধ করছে তারা কিন্তু সোজা ফায়ারিং স্কোয়াডে
এরশাদ আসলে কি ভাবছিল বলা কঠিন, তবে এটাই ঠিক যে করাচীতে আটকা পড়া অনেক বাঙালী সেনাই ঢাকায় থাকলে হয়ত যুদ্ধ করত ,,, ওখানে থাকা তারা নিশ্চয়ই জানতেও পারেনাই এই দেশে কি ঘইটা গেছে ,,, সবাই তো আর মতিয়ূরের মতো দুঃসাহসী না।
"দুর্নীতির দায়ে তাদের বিচার হবে কিন্তু ক্ষমতার অপব্যবহারের জন্য সেই জেনারেলদের কেন বিচার হয় না ??" এইটা পুরা সাপোর্ট করি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
অভিনন্দন এর জন্য ধন্যবাদ ।
জ্বিনের বাদশা এবং জেবতিক । আমি আসলে আপনাদের সাথে একমত । মাথা ব্যথার জন্য মাথা কাটা সমাধান নয় বরং অসুখের কারণ খোজা এবং তার প্রতিকার করাই সমাধান ,সেটাই মানি । কিন্তু বর্তমান হাটুনীতির ক্ষোভে হয়তো শিরোনামটা এমন হয়েছে ।
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
ওহ, সচল হলেন আজ?
স্বাগতম
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আপনাদের সবার সাথে প্রায় একমত। এবং তা থেকে আলোচনাটাকে আরেকটু বাড়িয়ে নেই।
কয়েকজন স্বার্থপিপাসু সেনাকর্মকর্তার জন্য যেমন সেনাবাহিনীর কার্যকারিতা শেষ হয়ে যায় না, কয়েকজন স্বার্থপিপাসু রাজনীতিবিদের জন্য তেমন জনগণের রাজনৈতিক অধিকার বন্ধ করে দেয়া যায় না। তাহলে কথা দাড়াইলো, সেনাবাহিনীও থাকবে, রাজনীতিও থাকবে।
এখন প্রশ্ন হলো, রাজনীতি থাকলে তাতে অংশগ্রহণ কার হবে? সেনাবাহিনীর? তাদের দায়িত্ব কি দেশশাসন করা? না। তাহলে? হ্যাঁ, রাজনীতিতে থাকবে জনগণের অংশগ্রহণ। শুধুই জনমানুষের। জনমানুষের সেই অধিকার থেকে সেনাবাহিনীর অবৈধ থাবা উঠিয়ে নিতে হবে। অনির্বাচিত সেনাসাপোর্টেড ধুনপুন বুঝানো তত্ত্ব-সরকারও তাদের দায়িত্বের প্রতি সম্মান দেখিয়ে জনমানুষের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদায় হউন। আমাদের সমস্যা আমরাই দেখি, সেনাবাহিনী নয়, অনির্বাচিত কোন স্বৈরাচার সরকার নয়।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
একমত।
একমত।
আমরা ইতিহাস থেকে শিখিনা। আজকের এই অবস্থার কিছুটা হলেও দায় আমাদের উপর অর্থাৎ জনগণের উপর বর্তায়। আমাদের অসচেতনা এবং অশিক্ষার জন্য তৈরি হয় অযোগ্য নেতৃত্ব। অযোগ্য নেতৃত্বের লজ্জা আমাদেরও।
কারণ, বন্দুকের নল ক্ষমতার উতস। তাই, তারা যা ইচ্ছে বলতে পারে। ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
এইটাই নিয়ম বলে জানি ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ধন্যবাদ জ্বিনের বাদশা স্বাগতম জানানোর জন্যে ।
অছ্যুৎ বলাই আপনার সংক্ষিপ্ত আলোচনার সাথে পুরোপুরি একমত এবং অবশ্যই ..... আমাদের সমস্যা আমরাই দেখি, সেনাবাহিনী নয়, অনির্বাচিত কোন স্বৈরাচার সরকার নয়।
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
আমি একটা সহজ কথা বুঝি। ছাগল দিয়ে হালচাষ হয় না। সেনাবাহিনীর কাজ যখন রাজনীতি বা ক্ষমতা দখল হয়, ব্যাপারটা সেরকমই দাঁড়ায়। রাষ্ট্রশাসনে সেনাবাহিনী পৃথিবীর কোথাও কোনোকালে মঙ্গলজনক হয়েছে এমন উদাহরণ আছে? রাজনীতিকদের হাতে বন্দুক তুলে দিয়ে যদি সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়, তারাও একইভাবে ব্যর্থ হবে। সুতরাং যার যা কাজ, তা-ই তাকে করতে হয়, অন্যথা হলে বিপদ ঘটে। তার দায় সবাইকে টানতে হয়।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
সবাই ১৫ বছরের গণতন্ত্রের দোষ দেয়, কেউ তার আগের ১৬ বছরের সামরিক শাসনে দেশের মাজা ভেঙ্গে দেবার কথা বলে না। বাটপারের জাতগুলো সব...
ইশতিয়াক রউফ একদম ঠিক ।
জুবায়ের কেউ না বুঝতে চাইলে তাকে তো বোঝানো যায় না........
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
স্বাগতম রাহা,
আর পোষ্টের মূলকথার সাথে একমত।
গুরুতর প্রশ্ন। বক্তব্যের সঙ্গে একমত।
(অফটপিক: সচল হওয়ার জন্য অভিনন্দন।)
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
ধন্যবাদ বিপ্লব রহমান ।
আসলেই প্রশ্ন অনেক তবে উত্তরে পাহাড় ।
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
নতুন মন্তব্য করুন