আমাদের প্রথম আলো মেঘে ঢেকে যাচ্ছে-একটি সুন্দর রৌদ্দুজ্জ্বল সকাল মেঘের আড়ালে হারিয়ে যাবে কে জানত??

রাহা এর ছবি
লিখেছেন রাহা (তারিখ: বুধ, ১৯/০৯/২০০৭ - ৪:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাতের ঘন আধার কেটে যায় , আসে সূর্য আলোকিত এক পৃথিবী নিয়ে । প্রথম আলো আমাদের একটি জাতীয় দৈনিক । আমরও তাই দেখেছিলাম , ভেবেছিলাম অনেকদিন । যা কিছু ভালো তাই নিয়ে হাজির হবে প্রথম আলো । কিন্তু সব ভালো তার সে ভালো যার ।
টিপু সুলতান হাজারী বাহিনীর দ্বারা নির্যাতিত হওয়ার পরে প্রথম আলো তৎকালীন সরকারের কাছে নতি স্বিকার করে টিপু সুলতানের পিছনে দাড়িয়েছে । টিপু সুলতান তখন একজন মফস্বল প্রতিনিধি । তখন গনতান্ত্রিক সরকার ছিল । আর যাই হোক মত প্রকাশের স্বাধিনতা ছিল ।
তেমনি বিগত বিএনপি সরকারের আমলেও তাদের সরকার বিরোধী সংবাদ পরিবেশন এবং সমালোচনা ছিল বেশ গঠনমুলুক । যদিও তৎকালীন সরকারের শুরুর সময়ে সংখ্যালুঘু নির্যাতনের সময়ে অনেকটা সময় তারা নিরব দর্শক ছিল ।
তবে মতিউর রহমান আওয়ামী সরকার ও বিএনপি সরকারের সমালোচনা করেছিলেন সেই গনতান্ত্রিক সরকার ছিল বলেই হয়তো । সেইসব গনতান্ত্রিক সরকারের দোষ গাইতে গাইতে কখন যে তিনি একং তার পত্রিকা গনতন্ত্র েরোধী হয়ে উঠেছেন তা বোধহয় স্বয়ং মতিউর রহমানও জানেন না । এবং তিনি জলপাই প্রেমিক ।
বিগত সরকার গুলোর সময় মতিউর রহমান সুযোগ পেলেই কলম নিয়ে ঝাপিয়ে পড়তেন সরকারের সমালোচনায় , মন্তব্য প্রতিবেতন নিয়ে । তিনি একটি পত্রিকার সম্পাদক হয়েও সরকারের প্রধানকে জ্ঞান দিতে কুন্ঠাবোধ করেনি ।
কিন্তু এখন ?? একটি তথাকথিত কার্টুন (যেটি খূজতে খুজতে আমি হয়রান হয়েছি আলপিন নিয়ে, এবং আমি নিজেই এখনও নিশ্চিত নই কি করে এটি কারো অনুভূতিতে আঘাত হানে ) যা কোনভাবেই মোহাম্মদ (স) কে ব্যঙ্গ করা নয় তা নিয়ে তথাকথিত মোল্লাদের হুংকারেই তিনি প্রায় গর্তে ঢুকে পড়লেন । শুধু তাই নয় তিনি দায়িত্বরত বিভাগীয় সম্পাদকের চাকরী খেয়েছেন তাকে মোল্লাদের চোখ রাঙানী থেকে না বাচিয়ে । আর সেই প্রদায়ক কার্টুনিস্টকে পুলিশে দিয়েছেন । এবং কোন মন্তব্য প্রতিবেদন তো নয় বরং একটি বক্স নিউজ , তিনি দোষীদের উপযুক্ত (!!) শাস্তি দিয়েছেন । তবে মতিউর রহমান গনতান্ত্রিক ব্যবস্থায় যেমন গর্জন করতেন এখন তেমনি মিউ মিউ শুরু করেছেন !! কিন্তু কেন ??
হাসিনা খালেদা মুক্ত দেশে তো তার সবচেয়ে বেশী কাম্য । তিনি যেমন তার পত্রিকা অফিসকে কর্পোরেট হাউজ বানিয়েছেন তেমনি কি তিনি দেশটাকেও বানাবেন এমন স্বপ্ন দেখেন ??
দেশ এ সব কিছু সুন্দর হয়ে যাবে আমরা হরতাল মুক্ত হলে আমাদের অর্ধনীতি সমৃদ্ধ হবে কিন্তু হাসিনা-খালেদা মুক্ত , হরতাল মুক্ত পরস্পর দো্ষারপ মুক্ত নয় মাসে আমাদের কি অর্জন ??? খালেদা সরকারের চেয়ে আমাদের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে ‍‍!! যারা রেশন পান তাদের তো বাজার করতে হয়না তাই বাজার নিয়ে তো সরক্রের মাথা ব্যাথা নেই ।

আমি জানি না , প্রথম আলোর মতিউর রহমানই জানেন তিনি আর কোন ভালোর সাথে সম্পৃক্ত হতে পারবেন কি না !! নাকি প্রাসাদ ষড়যন্ত্রের মন্ত্রনাই তিনি দিতে পারেন । সেই দীক্ষায় দিক্ষিতরা যেন আবার গুরু মারা শিষ্য না হয় ।
প্রথম আলো এখন মেঘের নিচে ঢেকে গেছে । আর কখনও ভালো কিছু নিয়ে উদিত হতে পারবে কিনা জানিনা ??
একটি সুন্দর রৌদ্দুজ্জ্বল সকাল মেঘের আড়ালে হারিয়ে যাবে কে জানত??


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

ঐটা এখন মোহাম্মদ প্রথম আলো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

ভাবতাছি, নিজের নিক পাল্টায়া 'মোহাম্মদ সংসারে এক সন্ন্যাসী' রাখবো।

ইশতিয়াক রউফ এর ছবি

যা-কিছু কালো, তার সাথেই মোহাম্মদ প্রথম আলো।

দ্রোহী এর ছবি

যাক বাবা, বাঁচা গেল। নামের আগে মুহাম্মদ আছে - মনে হয় ইনভ্যালিড হওয়া থেকে বেঁচে গেলাম!


কি মাঝি? ডরাইলা?

সবজান্তা এর ছবি

প্রথম আলোর কপাল ভালো। মতি সাহেব এর বদৌলতে সি এস বি বা জনকন্ঠ এর মত সাইজ হয় নাই, নচেৎ আজকের প্রথম আলো আর চক্ষে দেখা লাগতো না দেঁতো হাসি

অলমিতি বিস্তারেণ

আরিফ জেবতিক এর ছবি

মতি ভাইয়ের চরিত্র সবসময়ই এরকমই ছিলো,নতুন কিছু নয়।

অছ্যুৎ বলাই এর ছবি

নামের শেষে নিযামী লাগায় না কেন?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুখ পাখি এর ছবি

সম্রাজ্যবাদী শক্তির এ'দেশীয় প্রধান মুখপাত্রের কাছ থেকে এর চেয়ে বেশী আর কি আশা করা যায়? আপনাদের মনে থাকার কথা এই মতিউর রহমান ১/১১ এর পরে গর্ব করে বলেছিলেন -'আমরাই দেশে জরুরী অবস্থা এনেছি'। কোন দেশ প্রেমিক নাগরীকের পক্ষে দেশকে আই.সি.ইউ. তুল্য জরুরী অবস্থায় পাঠিয়ে এভাবে গর্ব করা কি সম্ভব?

তারেক এর ছবি

খাইছে! প্রথম আলোর তো খৎনা হইয়া গেল। ছাগল টাগল কাটবে না? খামু না?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

বিপ্লব রহমান এর ছবি

কারওয়ান বাজারে দুই ধরণের আলু পাওয়া যায়। একটা গোল আলু, আরেকটা প্রথম আলু।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।