১০ | লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: রবি, ২০/০৪/২০০৮ - ৮:৪৭পূর্বাহ্ন)
বস, তামশাটা কিন্তু আমাদেরকে নিয়েই। এই মৃদুল ব্লগারকে নিয়েই। আমরা, ধরেন, এই আমিই... বা আমার মতো আরো অনেকে... নিজেকে নিয়ে কত কিছুই না ভাবি, আমরা কত কী রাজা-উজির মারছি, কত লিখছি, কত শিখছি, কত কাজ করছি, কত আড্ডা মাত করে দিচ্ছি চাপাবাজিতে!
কিন্তু জীবনটা বড্ড অকিঞ্চিৎকর আমাদের... আমি মারা গেলে দেখবেন মাত্র দু-লাইন লিখেই শেষ করে দিতে পারছেন আমার জীবনকথা... জীবনটা যত বড়, ফলাফলটাকে তত বড় বানাতে পারি না আমরা, সেটা থেকে যায় হাস্যকর রকমের ছোট, যেটা একেবারেই উল্লেখযোগ্য নয়!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
মন্তব্য
বাবুল ছিল পাঠক
করতো টিভি নাটক
মুখের ভেতর মিষ্টি দিয়ে
বলতো - দেখেন যা টক
লেটেস্ট খবর - বাবুল এখন
র্যাবের হাতে আটক !
অব্যাহত থাক আপনার ছড়া লেখা...
জনৈক "বেক্কল ছড়াকার"
আবুল ছিল গায়ক
চাইল হতে নায়ক
নিজের হাতে ঢোল পিটিয়ে
নিজেই আহবায়ক
কিন্তু ছোড়ার চেহরা সুরত
চক্ষু পীড়াদায়ক!!
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
ছন্দে ছন্দে আমারো কিছু লিখতে ইচ্ছা করতেছে।
কিন্তু হাত নিশপিশ করা পর্যন্তই।
তিনটাই দারুণ !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বাংলা সাহিত্যে ছড়ার সুদিন ফিরে আসল বলে!
হাবুল ছিলো পেটুক
গিলতো পেতো যেটুক
ভর্তি-টেবিল খাবার দেখেও
বলতো, "কেবল এটুক?"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দারুন হয়েছে। চালিয়ে যান।
তানভীর
মৃদুল ছিলো ব্লগার
... ... ...
নাহ, থাক, পড়ে বলবো !
হাঁটুপানির জলদস্যু
কী পড়ে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভবিষ্যৎ লেখা পড়ে।
হাঁটুপানির জলদস্যু
বস, তামশাটা কিন্তু আমাদেরকে নিয়েই। এই মৃদুল ব্লগারকে নিয়েই। আমরা, ধরেন, এই আমিই... বা আমার মতো আরো অনেকে... নিজেকে নিয়ে কত কিছুই না ভাবি, আমরা কত কী রাজা-উজির মারছি, কত লিখছি, কত শিখছি, কত কাজ করছি, কত আড্ডা মাত করে দিচ্ছি চাপাবাজিতে!
কিন্তু জীবনটা বড্ড অকিঞ্চিৎকর আমাদের... আমি মারা গেলে দেখবেন মাত্র দু-লাইন লিখেই শেষ করে দিতে পারছেন আমার জীবনকথা... জীবনটা যত বড়, ফলাফলটাকে তত বড় বানাতে পারি না আমরা, সেটা থেকে যায় হাস্যকর রকমের ছোট, যেটা একেবারেই উল্লেখযোগ্য নয়!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
এই হইলো ঘটনা.....
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
হা হা ।
নতুন মন্তব্য করুন