আমেরিকা যায় মতি শেষ করে এমবিএ,
দু-বছর পরে ফেরে করে এক মেম বিয়ে,
মেম করে ঘোরাফেরা স্টেটসের সজ্জায়,
চারদিকে "ছ্যা-ছ্যা-ছি-ছি"--মতি মরে লজ্জায়,
মেম খুব হাসিখুশি, ব্যবহারও মিষ্টি,
খাওয়া শেষে নিজে ধোয় খাবারের ডিশটি,
মেমটার কাছ থেকে সব্বাই গিফট পায়,
পথে দেখা হলে তার টয়োটাতে লিফট পায়,
তবু নাকি ঘোমটারই নিচে নাচ খেমটার--
তাই কোনোকিছু ভালো লাগে না এ মেমটার,
"হোক যত হাসিখুশি, ভেতরে সে ডাইনি,
এরকম বৌ ঘরে কোনোদিনই চাই নি!"
এরকমই আলোচনা ফুপু আর খালাতে,
বেগতিক দেখে শেষে মতি চায় পালাতে।
বাই ফোর্স ডাইভোর্স, রিলেশন ছিন্ন--
মতি-মেম দুজনেই হয়ে গেল ভিন্ন!
টিস্যু দিয়ে চোখ মুছে মেম বলে, "গুডবাই--
তোমাদের সবকিছু ব্যাড, কোনো গুড নাই!"
মেম চলে গেল আর তার শোক ভুলতে...
বর সাজে মতি ঘরে দেশি বৌ তুলতে!
মন্তব্য
পুরা জাঝা ।
ট্যাঙ্কু গুরু, ট্যাঙ্কু...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আমি রবীন্দ্রনাথকে ভালোবাসি, সুকুমার রায়কে ঈর্ষা করি ..!
আপনার জন্য ঈর্ষা-ই বরাদ্দ থাকল
এইবার পাইছি আপনারে গুরু...
আর তবে দেড়ি কেন, মতামত শুরুঃ
************************
ছড়াখানা জম্পেশ, একদম খাসা
কী দারুণ গল্প, কী দারুণ ভাষা!
তবে মতি কামটা মোটে ভালো করে নাই
মিথ্যার প্রতিবাদে ঠিকমতো লড়ে নাই
জানে নাই দিতে সে নারীদের সম্মান
বিদেশী মেম বলে কিসে তার কম মান?
মেমবিবি ভালো ছিলো - নেয় নাই প্রতিশোধ
কিংবা করে নাই মতিটার গতিরোধ
তবে কথা একখান ঠিকঠাক বলা চাই -
হক কথা কওনের বলবান গলা চাই।
বদমাশ মতি মিয়া - অনেকেরই আইকন!
সাবধান ভগ্নীরা, সাবধান ভাইগন।
এইবার পাইছি আপনারে গুরু...
আর তবে দেড়ি কেন, মতামত শুরুঃ
************************
ছড়াখানা জম্পেশ, একদম খাসা
কী দারুণ গল্প, কী দারুণ ভাষা!
তবে মতি কামটা মোটে ভালো করে নাই
মিথ্যার প্রতিবাদে ঠিকমতো লড়ে নাই
জানে নাই দিতে সে নারীদের সম্মান
বিদেশী মেম বলে কিসে তার কম মান?
মেমবিবি ভালো ছিলো - নেয় নাই প্রতিশোধ
কিংবা করে নাই মতিটার গতিরোধ
তবে কথা একখান ঠিকঠাক বলা চাই -
হক কথা কওনের বলবান গলা চাই।
বদমাশ মতি মিয়া - অনেকেরই আইকন!
সাবধান ভগ্নীরা, সাবধান ভাইগন।
সৈয়দ আখতারুজ্জামান
আখতারুজ্জামান ভাই আপনিও তো দেখি কম না
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সবই সঙ্গ দোষে....মন্তব্যের জন্য ধন্যবাদ, মুমু আপা।
সৈয়দ আখতারুজ্জামান
akhter_bst@yahoo.com
বুঝলাম না, সব আকতার আর আখতার-রাই কি ছড়াকার?
আখতার হুসেন (নাকি হোসেন?) নামে এক ছড়াকার বাংলাদেশে বেশ বিখ্যাত বলেই জানি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দেশে কি আজকাল ছড়ার মেশিন পাওয়া যাচ্ছে নাকি? যেখানে নরমাল কথা ঢুকালে ছড়া হয়ে বেরিয়ে আসে?
যে হারে সবাই পাল্লা দিয়ে একটার পর একটা ফাটাফাটি ছড়া লিখে যাচ্ছে, আমার তো জোর সন্দেহ হচ্ছে!
আখতার ভাই জিন্দাবাদ।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ধন্যবাদ, রেনেট ভাই।
সৈয়দ আখতারুজ্জামান
আরে-এ-এ-এ !!! জোস !! জোস !! তালি !! তালি !!
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আকতার ভাই... আপনি না...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
খুবই ভালো লাগল।
আমি ছড়া লিখতে পারি না, তাও যদি কিছু মনে না করেন, একটা জিনিস বলি ...
চতুর্থ লাইনে "চারদিকে ছি ছি, মতি মরে লজ্জায়" হলে মনে হয় ছন্দ মিলত ভালো। তেমনি আঠারোতম লাইনে "তোমাদের সব ব্যাড, কোনকিছু গুড নাই" হলেও মনে হয় ছন্দ মিলত বেশি। আমার জ্ঞান সীমিত, প্লীজ অন্যভাবে নিয়েন না ব্যাপারটা।
আতি সুস্বাদু ছড়া হয়েছে
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ভালো লাগলো। তবে অতন্দ্র প্রহরীর কথাটা আমারও। তা সত্বেও ছড়াটা অসাধারণ লাগলো।
মজার ব্যাপার আজকেই আজিজ থেকে নিমাই ভট্টাচার্যের "মেমসাহেব" কিনে আনলাম, আর এসে দেখি একই নামে ছড়া !
------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হাহাহাহা দারুন লাগল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
উপাদেয় হয়েছে !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কারুর ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে নিজের পছন্দ-অপছন্দ জাহির ও প্রতিষ্ঠা করাকে অতি পবিত্র কর্ম ও দায়িত্ব জ্ঞান করে থাকে অধিকাংশ আত্মীয়-পরিজন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ছড়াটা মজারু হইসে ! আরো লিখেন কয়ডা !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ছন্দে ছন্দে ভালোই তো সাজাইছেন।লেখেন আরো কয়টা...পড়ি।
-নিরিবিলি
বাহ্ । বেশ মজার ছড়া।
..মন্তব্য ছড়াটাও ভালো।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
তালিয়া
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ছড়া পড়ে তো গায়ের লোম খাড়া হয়ে গেল।
কিন্তু ক্যান খাড়া হইলো সেটাই বুঝলাম না।
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
@ সন্ন্যাসী... আখতার হুসেনের সঙ্গে এই গত সপ্তাহেই দেখা হল দৃক গ্যালারিতে, উন্মাদের কার্টুন প্রদর্শনীতে! উনি অনেক পুরনো এবং প্রখ্যাত ছড়াকার। বেশ কথাবার্তা হল তার সঙ্গে! বয়স্ক মানুষ। হাসিখুশি।
@ বিডিআর ভাই, আপনার কথা অন্য কোনোভাবে নেয়ার প্রশ্নই আসে না! চতুর্থ লাইনে আপনি কি একবার শুধু "ছিছি" দিতে বলেছেন? তাহলে যে একটা মাত্রা গ্যাপ পড়ে যায়! নাকি "ছিছিছিছি" দিতে বলছেন?
আর "তোমাদের সবকিছু ব্যাড, কোনো গুড নাই" এই লাইনটার মধ্যে একটা ধাক্কা আছে, ব্যাড শব্দটায় গিয়ে পাঠক একটা ধাক্কা খায়, মনে হয় যেন, ছন্দের রাস্তা থেকে সে পাশের খাদে পড়ে যাবে, কিন্তু পরক্ষণেই হাফ ছেড়ে আবিষ্কার করে যে সে লাইনেই আছে! লাইনটাকে যদি এভাবে লিখতাম, মানে আপনার মতো করে, "তোমাদের সব ব্যাড, কোনোকিছু গুড নাই" তাহলে সেটা সেই সরলীকৃত ছন্দই থেকে যেত, যেটা আমি ওপরের লাইনগুলোতে এতক্ষণ দিয়ে এসেছি... পাঠক এখানে ইন্টার-অ্যাক্ট করার মতো সুযোগ পেত না! পাঠকের ছন্দবোধকে মাঝেমধ্যে খোঁচা মারাটা ছড়াকারদের জন্য জরুরি! তাতে পাঠকের মনে ভ্রম থেকে সম্ভ্রমের জন্ম নেয়, ছন্দের মজাটা সে পেতে শুরু করে! অবশ্য এখানে হয়ত সে খেলাটা ততটা জমাতে পারি নি!
@ সৈয়দ আখতারুজ্জামান... আপনার ছন্দ এবং রসবোধ তো আপনার নামের প্রথমাংশের "আখ"-এর মতোই মিষ্টি!
@সবজান্তা... একেই বলে কাকতালীয় ব্যাপার!
@ রেনেট... সচলে রয়েছে আজ বহুতর আকতার/শব্দের কারিগর, ছন্দের ডাক্তার...
আর... সবাইকে অনেক ধন্যবাদ...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
মৃদুল ভাই আপনাকেও অনেক ধন্যবাদ, অন্য সবাইকেও। আপনার কাছ থেকে আরো আশা করছি, অনেক অনেক...
সৈয়দ আখতারুজ্জামান
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নতুন মন্তব্য করুন