চোখের সামনে পোড়া শহর,
বিবর্ণ সব আলোকবহর,
মিথ্যা হাসির সূক্ষ্ন খেলা,
চোখের কোণে অবহেলা,
এক নিরালায় সন্ধ্যাবেলায় শঙ্খে পাতো কান...
সব অবসাদ ঘুচিয়ে দেবে দূর সাগরের গান!
অন্তহীন এক কালহতাশা
মনের কোণে বানায় বাসা
অনেক তবু কিসের অভাব?
প্রশ্নরা কেউ পায় না জবাব...
এক নিরালায় সন্ধ্যাবেলায় শঙ্খে পাতো কান...
সব অবসাদ ঘুচিয়ে দেবে দূর সাগরের গান!
বাঁধতে তোমায় পারবে না আর গঁত্-বাধা এই ছক
এই শহরে তুমিই সেরা মুগ্ধ পলাতক!
মন্তব্য
বাঁধতে তোমায় পারবে না আর গঁত্-বাধা এই ছক
এই শহরে তুমিই সেরা মুগ্ধ পলাতক!
বরাবরের মতোই মুগ্ধ হলাম। (কামানের গোলা নলের মধ্যে উসখুস করতাছে... কী করুম? ছাড়ুম?)
দূর সাগরের গান শোনার কথাটাই শুধু ভুলে যাই!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
"পলাতক" হিসেবে "খ্যাতি" আছে আমার :)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? :-?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
অসাধারন !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সবাইকে ধন্যবাদ। তবে আরো কয়েকজন মতামত দিলে কোবতে লেখার উৎসাহটা থাকত... কোবতে বোধহয় অনেকের পছন্দ না! যাই হোক, আমি কিন্তু নিকেই যাব... বল বীর, চির উন্নত মম শির!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
পিঠটা আগায়া দেন একটু চাপড়ায়ে দিই। লিখবেন না কেন লিখবেন, আমাদের মতো বিরস বদনগুলোয় ছাই দিয়ে চালিয়ে যান।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
বার বার পড়ি, ফিরে ফিরে পড়ি
@ নুশেরা... ওঃ! আপনার ঐ কেকটা দেখে যা লোভ লাগছে... আমি ভোজনরসিক মানুষ, কেকপেস্ট্রি আমি পেলেই খাই, বার বার খাই, ফিরে ফিরে খাই...
@ ফারুক ওয়াসিফ... এই যে আমার পিঠটা... তবে বেশি জোরে চাপড়াইয়েন না... সারাদিন পিসির সামনে বইসা কাজ কইরা মেরুদণ্ড এমনিতেই ভঙ্গুর অবস্থায়...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
ক্যান পিসি কিছু ডিজিটাল আদর দেয় নাই? কেমন আছেন?
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
পিসির একমাত্র ডিজিটাল আদর লেখালেখি... ব্লগে বা নিজের লগে... সেটা হয় অবশ্য!
আমি ভালো আছি! আপনিও নিশ্চয়?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
নতুন মন্তব্য করুন